কাল সকালে খেলা দেখতে যাচ্ছি।কে কে মাঠে আছেন হাত তুলেন।কেমন লাগে দিবা-রাত্রি ম্যাচ হবে বলে আমরা টিকিট কাটলাম কারন আমি টাংগাইলে থাকি।ভেবেছিলাম সকালে রওনা দিব আর দুপুরে আরাম করে খেলা দেখব কারন আমরা একসাথে আমাদের বিশ্ববিদ্যালয়ের পাঁচজন যাব।কয়েকদিন পর বিশ্বকাপ আর এখনো নাকি ফ্লাডলাইটে সমস্যা,তাও আবার সেইটা জানাচ্ছে ম্যাচের আগেরদিন সন্ধ্যায়।বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কান্ডকারখানা দেখলেই মেজাজ খারাপ হয়।এখন ভীষন চিন্তায় আছি এত সকালে মিরপুরে পৌঁছাতে পারব কিনা কারন টাংগাইল থেকে ঢাকায় যেতে দুই ঘন্টারও বেশী লাগে তারপর আবার যদি জ্যাম থাকে।যাই হোক তারপরও যাবই কারন বাংলাদেশের খেলা বলে কথা যত বাধাই আসুক মাঠে পৌঁছাবই...প্লান করেছে ভোর ৫ টার সময় রওনা হব মেস থেকে সবাই একসাথে...আশা করি বাংলাদেশ অবশ্যই জিতবে আর আমি মাথে বসে তা দেখার সুযোগ পাব।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।