কদিন আগে নির্বাচনের প্রতিশ্রুতি হিসাবে বলা হয়েছিলো জয়ী হতে পারলে ঘরে ঘরে চাকরী দেওয়া হবে। কিন্তু ২ বছর চলে গেলেও তার প্রতিফলন দেখতে না পাওয়ায় জনগন ক্ষিপ্ত। তবে পরে জানা গেল যে ঘর বলতে সব ঘর বোঝায় না। ঘর বলতে বোঝায় নিজ দলের লোকের ঘর। কদিন আগে প্রকাশ্যে ঘোষনা দেয়া হল যে তাদের দলীয় লোক না হলে চাকরী পাওয়া যাবে না।
তাই আসুন সবাই দলে দলে সেই দলে ও ঘরে যোগ দিই। তা না হলে চাকরীর আশা বাদ দেই।
আসুন আসল পরিস্থিতি জানার চেষ্টা করি। । বর্তমানে বেকার সমস্যা কেমন সেই সম্পর্কে তেমন কোন রিপোর্ট জানা না থাকলেও গত ১০ মাসে ৪০ হাজার শ্রমিক দেশে ফেরত এসেছেন।
এতে কি মনে হয়? বিদেশের সাথে আমাদের সম্পর্কের উন্নতি হয়েছে? বেকার সমস্যা দূর হয়েছে নাকি ঘরে ঘরে চাকরীর ‘প্রতিশ্রুতির সফল বাস্তবায়ন’ হয়েছে !!!!
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।