আমাদের কথা খুঁজে নিন

   

১০ টাকায় চালের প্রতিশ্রুতি তো ঠিকই আছে...। মানুষ কেন এত উতলা হচ্ছে? (ডিজুদের চান্দি গরম করা একটি পোষ্ট)

নিজেকে নিয়ে ভাবছি

নির্বাচনের প্রতিশ্রুতি হিসাবে বলা হয়েছিলো জয়ী হতে পারলে ১০ টাকা করে চাল খাওয়ানো হবে । তবে তখন কি বলা হয়েছিলো যে ১০ টাকায় ১ কেজি চাল খাওয়ানো হবে? আমি সিওর না । যদি তাই হয়ে থাকে তাহলে তো ঠিক আছে । চালের দাম তো এখন ১০ টাকাই। বাহ!! প্রতিশ্রুতি তো ঠিকই আছে।

এত উতলা হওয়ার কি আছে? লোকের যে এত মারমুখি, সরকারকে মুনাফিক (প্রতিশ্রুতি রক্ষা না করা মুনাফিক এর একটি লক্ষন) বলছে তা নিয়ে চিন্তা করার কি দরকার? আসুন সবাই ফুর্তি করি, আনন্দে গা ভাসিয়ে দেই। তাছাড়া যেহেতু তাদের কথা মত সবকিছুর দাম সহনীয় পর্যায়ে আছে (তাই নাকি !!) অথবা একটু বেশি হলেও তারা তো বলে দিয়েছে সারা বিশ্ব জগতেই দাম বেড়েছে। । এর পর তো আর কোন কথা থাকতে পারে না। তবে মনের মধ্যে একটা কথা উকি দিলেও তা কিন্তু আমি প্রকাশ করবো না...।

তত্তাবধায়ক সরকার বা তার আগের সরকারের আমলে দাম কিছুটা বৃদ্ধির কারন যদি তাই হয় তাহলে বর্তমান সরকারের কি বলার থাকবে?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।