আমাদের কথা খুঁজে নিন

   

কত দূর উঠতে পারে একজন বাঙালি?



কত দূর উঠতে পারে একজন বাঙালি? সামিমা আখতার | তারিখ: ২৬-১০-২০১০ আমার উচ্চতাভীতি আছে। আমি এমনকি সাত তলার জানালার কাছে যেতেও ভয় পাই। বিমানের জানালা দিয়ে তাকালে হূদযন্ত্র বন্ধ হয়ে আসে। আমি যে বেশি দূর উঠতে পারব না, সে তো সহজবোধ্য। কিন্তু বাঙালি কত দূর উঠতে পারে, তা খানিকটা আঁচ তো করতেই হবে। যে কারণে মুসা ইব্রাহীমের এভারেস্ট বিজয়ের খবর সংগ্রহ করতে কাঠমান্ডু গিয়ে বিশেষ বিমানে চড়ে এভারেস্টসহ হিমালয়ের চূড়া দূর থেকে নিরীক্ষণ করার মতো মহাদুঃসাহসিক অভিযানে অংশ নিয়েছি। এ বিষয়ে এই ক্ষুদ্র লেখকের একটি সামান্য রম্যরচনা প্রথম আলোর বিশেষ ঈদ উপহার ২০১০ (ঈদুল ফিতর সংখ্যা)-এ সচিত্র প্রকাশিত হয়েছে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।