আমাদের কথা খুঁজে নিন

   

আমাদের এই দুর্ভাগা দেশটাকে কি একটু ভালবাসতে পারিনা?

পৃথিবীতে যুদ্ধ শেষ, বন্ধ সৈনিকের রক্ত ঢালাঃ ভেবেছ তোমার জয়, তোমার প্রাপ্য এ জয়মালা; জানো না এখানে যুদ্ধ-শুরু দিনবদলের পালা। ।

ভেবে দেখেছেন কি ? জাতি হিসেবে আজ আমরা কোথায় দারিয়ে আছি, আত্তসম্মান বোধ বিকিয়ে দিয়ে অন্য দেশের দ্বারে দ্বারে ঘুরছি সাহায্য র আশায়, অন্য দেশের সাহায্য ছাড়া আমরা চলতে পারি না এমন এক টা বাস্তোবতায় দাঁড়িয়ে আছি আমরা.। । ।

আমরা কি পারি না এই অবস্থা থেকে বেরিয়ে আস তে? অবশ্যি পারি.। আমরা দেখিয়েছি ১৯৭১ সালে, এ দেশের স্বাধিন"তা এনে দিয়ে ছিল আমাদের মহান বীর যোদ্ধারা,পরাধীনতার শৃঙ্খল ভেঙ্গে নতুন জাতি হিসেবে বিশ্বের মান চিত্রে স্থান করে নিয়েছি। যে জাতি ভাষার জন্য প্রান দিতে পারে, যে জাতি স্বাধিনতার জন্য লক্ষ লক্ষ প্রান উত"সর্গ করতে পারে তারা কেন জাতি হিসেবে আত্তসম্মান বোধ বিকিয়ে দিয়ে অন্য এর দ্বারে দ্বারে ঘুড়বে সাহায্য এর আশায়.। । ।

আমাদের নেতারা কি লজ্জিত হন না? যখন অন্যদেশের নেতা দের কাছে হাত পাতেন। তারা কি পারেন না , দেশ তা কে মগের মুল্লুক না বানিয়ে প্রকৃত আইন এর শাসন কায়েম করতে,দুর্নিতি, দল বাজি পরি্ত্যাগ করে এদেশের জনগনের কথা ভাবতে, সেই সব বুভুক্ষ , গরিব , দুখি মানুষ এর কথা ভাবতে.। আমরা কি জাতি হিসেবে নস্টো হয়ে গেছি, দেশ ও দশের কথা যে বলে তাকে আজ আমরা পাগল বলে উপহাস করি, চারদিকে অসত" কামাই এর ধান্দা.। । তাহলে কিভাবে বাচবে আমার বাংলা মা, আমার প্রিয় বাংলার জনগন.।

আসুন নিজ নিজ অবস্থান থেকে দেশের জন্য , এ দেশের অসহায় মানুষের জন্য সৎ ভাবে চলি, দেশ কে এগিয়ে নিয়ে যাই.। । আমাদের প্রতিবেশী দেশ গুলো যখন মহাশুন্যে যান পাঠাচ্ছে, সুপার পাওয়ার হওার সপ্ন দেখছে তখন আমরা আদিম যুগে চলে যাচছি, নিজেরা নিজেরা মারা মারি করছি.। নিজের স্বার্থে ব্যাঘাত ঘটলে অর্থনীতি ধ্বংসের হাতিয়ার হরতাল করছি অহরহ, একটু ভেবে দেখেছেন কি, প্রতিদিনের হরতালে কত কোটি কোটি টাকার ক্ষতি হচ্ছে দেশের, জনগনের । আমাদের যে সম্পদ আছে তা খুব কম দেশেরই আছে আমাদের আছে কোটি কোটি মানুষ আর মেধা।

স্বাধীনতার এত বছর পর ও আমরা বিরোধীদলে গেলে নিজের দেশ কে ব্যার্থ রাষ্ট্র বানানোর জন্য উঠে পরে লাগি । শুধু নিজের স্বার্থের জন্য নয় কি? নির্বাচনে হারলে, বিদেশি প্রভুদের ম্যাকানিজম এর কথা বলি । কিন্তু এই বিদেশি প্রভু রা কারা তাদের কথা বলি না, কি অদ্ভুত ধৃষ্টতা । সবার চরিএ একই শুধু ৫ বছর পরপর পরিবর্তন হয় । তারপর ও সপ্ন দেখি, দেখতেই হবে ,আমার বাংলাদেশ একদিন ঘুরে দাড়াবেই.।

। .। । । .।

। । .। । ।

.। । । .। ।

। .। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।