আমাদের কথা খুঁজে নিন

   

যদি কখনো হেটে হেটে

যেন এ এক পুরান খেলা । ধুলো ওড়ে, মাটির পথে।জেনো তুমি,আমি হাটি এই পথে

যদি কখনো হেটে হেটে কোন নৈসর্গকে কাছে টেনে চলে এসো আমার গ্রামে, শীতের কুয়াশার সকালে দেখবে খড়ের উত্তাপে ছেড়া সুয়েটার গায়ে মানুষের ভীড়ে কালী নদীর তীরে উঁচু যে মিনার দূর হতে নিশানা জাগায়; সে আমার ভালবাসা, সে আমার বেঁচে থাকা। আমি তো জন্মেছি এই নদীর তীরে, ডাহুকের সাথে জড়িয়ে মেঘ দেখেছি জলের প্রেমে। তুমি আসবে কি পাড় ভাঙ্গা আমার এই গ্রামে?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।