সহজ সরল
... খবরটা ভিত্তিহীন হোক ... ড. ইউনুস বিশ্বের বুকে আমাদেরকে চিনিয়েছেন... তিনি আমাদের সম্মান বাড়িয়েছিলেন, এই সম্মান দুর্নামে পরিনত না হয়ে অন্তত অক্ষুন্ন থাকুক ...
লিংকান
ঢাকা, ডিসেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুহাম্মদ ইউনূসের গ্রামীণ ব্যাংক থেকে কোটি কোটি ডলার সরিয়ে নেওয়ার অভিযোগ নিয়ে সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনকে পুরোপুরি 'ভিত্তিহীন' ও 'বিভ্রান্তিকর' বলে দাবি করেছে ব্যাংক কর্তৃপক্ষ।
মঙ্গলবার নরওয়ের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক প্রামাণ্যচিত্রে শান্তিতে নোবেলজয়ী ইউনূসের বিরুদ্ধে অর্থ সরানোর অভিযোগ তোলেন এক ডেনিশ তথ্যচিত্র নির্মাতা। এই তথ্যচিত্রের ভিত্তিতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম গত ১ ডিসেম্বর 'দরিদ্রদের ইউনূসফাঁদ' শীর্ষক একটি রিপোর্ট প্রকাশ করে।
নরওয়ের রাষ্ট্রীয় টেলিভিশনে (এনআরকে) 'ক্ষুদ্র ঋণের ফাঁদে' নামে প্রামাণ্যচিত্রটির ওয়ার্ল্ড প্রিমিয়ার হয় মঙ্গলবার।
প্রকাশিত এ প্রতিবেদনের প্রতিবাদ জানিয়ে গ্রামীণ ব্যাংক বলেছে, গ্রামীণ ব্যাংক ও গ্রামীণ কল্যাণের মধ্যে কোনো অনৈতিক চুক্তি হয়নি।
যার আওতায় গ্রামীণ কল্যাণ ৩৯১ কোটি ৭০ লাখ টাকা ব্যাংক থেকে নিয়েছে।
ব্যাংকের প্রতিবাদপত্রে বলা হয়, "গ্রামীণ ব্যাংক পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত অনুয়ায়ী দরিদ্রদের কল্যাণে এটি করা হয়েছে। এতে কোনো অসৎ উদ্দেশ্য ছিলনা। "
এই অর্থের (৩৯১ কোটি ৭০ লাখ টাকা) মালিকানা নিয়ন্ত্রণের ক্ষমতা কখনো গ্রামীণ কল্যাণকে দেওয়া হয়নি। বরং প্রতিষ্ঠানটি ৩৪৭ কোটি ৪০ লাখ টাকা গ্রামীণ ব্যাংককে ঋণ পরিশোধ করেছে।
এতে বলা হয়, "ঋণের সুদ বাবদ মাত্র ৪৪ কোটি ২০ লাখ টাকা গ্রামীণ কল্যাণে রয়ে গেছে। "
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।