আমাদের কথা খুঁজে নিন

   

One night with a mosquito

কিছু মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখে। কিছু মানুষ স্বপ্নটা সত্যি করার জন্য ঘুম থেকে জেগে উঠে। জীবন আপনার কাছে সেভাবেই ধরা দিবে আপনি যেরকম থাকবেন।

(হাবি জাবি লেখা, রম্যের চেস্টা) সন্ধ্যার সময় মশাটা কামড়াইলো। আমি বুঝতে পারলাম কিন্তু কিছু করতে পারলাম না।

কারন তখন আমি বাথরুমে কমোডে ছিলাম। মশা বুদ্ধিমতী প্রানী। পৃথিবীর একমাত্র মেয়ে প্রজাতি যারা আমাকে কিঞ্চিত ভালবাসে। তবে স্বার্থের উর্ধে নয়। তাদের বাচ্চা-কাচ্চার জন্য ডিম পাড়ার জন্য নাকি আমার দেহের রক্ত খুবই জরুরি।

বাথরুম থেকে বের হয়ে মশাটাকে কই খুঁজব বুঝে পেলাম না। টিভি ছাড়লাম টিভিতে এ্যাড দেখাচ্ছে। মশা আমার ঘরে? উহু আছে মরটিন। তা এই মরটিন ছড়ালে মশা যায় এমন কিছুতে আমি বিশ্বাসী না। একবার এরোসল দিলাম ঘর ভরে।

সেই এরোসলের চোটে আমি পারলে মারা যাই মশা মরেনা। মশা গান গা্য, …… Hey ya, I wanna get closer to you Hey you, I need to be closer to you Hey ya, I got to tell you how I feel Hey ya, oh baby you are the only one for me টিভি দেখার সময় মশাটা আবার কামড়াইলো। এইবার আর আমি তাকে ছাড়বনা। মশা, তুই আমাকে কামড়েছিস, আজ তোর একদিন কি আমার একদিন। কিন্তু কি করব বুঝে পেলাম না।

একটা কয়েল জ্বালায় নিয়ে আসলাম। কয়েলের চোটে শ্বাস নিতে আমার সমস্যা হল তার ফাঁকে মশা আবার কাঁমড়ায় গেল। আসলে কামঁড়ায় নায়। মশা কখনো কামড়ায় না। মশা ঐ কাজটা করে যা প্রভা রাজীবের সাথে করে।

যা ছোট বাচ্চারা ললিপপ পাইলে করে। মশাটা মারার জন্য প্ল্যান অফ অ্যাকশন চিন্তা করতে লাগলাম। জাফর ইকবাল এর টুকুনজিলের মত কিছু থাকলে হইত। রোবট সিনেমার কাইল্লা রোবটটা থাকলেও হইত। মশার সাথে যোগাযোগ করতাম।

মশাকে রিকোয়েস্ট করতাম। মশা আপনাকে due respect and humble submission দিয়ে জানানো যাচ্ছে যে আপনি দয়া করে আমাকে কামড়াবেননা। আমি যখন বাথরুমে প্রকৃতির ডাকে সাড়া দিতে গেলাম তখন আপনি আমাকে কামড়ালেন এ কেমন অসভ্যতামী। আশা করি এরুপ কাজ পরহার করবেন আর আমাকে কামড়ানো থেকে থেকে বিরত থাকবেন। আপনার একান্ত বাধ্যগত গুনগ্রাহী।

নাহ মশাটা মনে হয়না এভাবে সম্মান অনুভব করবে। তাকে মানপত্র লিখা যায়। হে পতংগ শ্রেষ্ঠ, আপনার আগমনে ধন্য হল আমার ঘর। মদীনার ঘরে ঘরে আনন্দের ঘনঘটা। ঈদ উৎসবে মাতোয়ারা আমি।

মনে খুশির জোয়ার। যেন 'মশা তুমি মোরে করিয়াছ মহান, দানিয়াছ খৃষ্টের সম্মান”। হে কামড়ানো জগতের শিরমনী, আমরা কি করে ভুলে থাকব বাথরুমে কামড়ানোর কথা! আপনার অত্যাচারে অতিষ্ঠ হয়ে আমি ঘর ছেড়ে পালিয়েছি। কিন্তু আশ্রমে এসেও আপনি কামড় দিয়েই যাচ্ছেন। হে উড়ন্ত কবি, আপনার জিমমমমম ঝিমমমম শুনে আমার দুঃখ কমে যায়।

সুখ বেড়ে যায়। কান ঝালাপালা হয়। নাহ এভাবেও হবেনা। মশা ভদ্র না। রিকোয়েস্ট, মানপত্র কোন কিছুতেই সে মানবেনা।

তাই মশারী টানাইতে গেলাম। কিন্তু দেয়ালে পেরেক নাই। এক হাতে প্রেক আরেক হাতে হাতুরি ঠিক এই অবস্থায় মশাটা আমার হাতে বসল। বিরক্ত হয়ে হাতুরি দিয়ে আঘাত করলাম। মশার কিছু হয়নায়।

লিটেরালি আমার হাতের আঙ্গুল ফুলে কলাগাছ পাড় হয়ে তালগাছ হয়ে গেল। আউউউ আউউউউ আউউউউউউউ আউউউউউউউউউউউউউউউউউউ। মশারী অনেক কষ্টে লাগালাম। কিন্তু আঙ্গুলের ব্যাথা কমেনায়। আঙ্গুলে ফু দিলাম।

মশারীর ভিতর ঢুকলাম। লাইট অফ করলাম। একটু পর দেখি কে জানি কানের কাছে এসে বলতে লাগল, কাবাডি কাবাডি কাবাডি কাবাডি কাবাডি কাবাডি কাবাডি কাবাডি আফসোসের ব্যাপার। মশাটা মশারীর ভিতরে। সে এখন আমার সাথে কাবাডি খেলতে চায়।

এইবার আবার লাইট জ্বালাইলাম। মশাটাকে যেভাবেই হোক মারব। দুই হাত মেলে কোনায় গেলাম। মশাটা লোভী। লোভে পাপ, পাপে মৃত্যু।

সে এতই রক্ত খেয়েছে যে তার এখন পড়ে থাকা ছাড়া উপায় নাই। উহু এমন অবস্থায় তাকে মারা ঠিক হবেনা। সে আমার আজন্ম শুত্রু কিন্তু সে এখন বিপদে। লাইট অফ করে আবার ঘুমাতে গেলাম। একটা কথা আছে, “If you think you are too small to be effective, you have never been in bed with a mosquito.” নিদেনপক্ষে এ তো প্রমান হল আমি কিছুটা effective.


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।