'বদলে যাও, বদলে দাও' স্লোগান নিয়ে সমাজকে বদলানোর অঙ্গীকার যাদের তারা আজ এ কোন সত্যকে বদলাতে চাইছেন?????নাকি সত্যকে আড়াল করেই তারা সুকৌশলে নিজেদের অবস্থাকে বদলাচ্ছেন?
গত ২ ডিসেম্বরের পত্রিকার পাতা খুললেই যে সংবাদটিতে সকল পাঠকের দৃষ্টি আটকে গেছে তা হলো আমাদের শান্তিতে নোবেল বিজয়ী একজন সুদখোর ব্যক্তির সংবাদ। যাতে তার বিরুদ্ধে গরীবদের জন্য দেয়া ১০ কোটি ডলার আত্নসাতের অভিযোগ উঠেছে যা দেশের প্রায় সবকটি শীর্ষস্থানীয় পত্রিকা (কালের কন্ঠ, যায়যায়দিন, সমকাল, আমারদেশ,যুগান্তর, বাংলাদেশ প্রতিদিন) সহ বেশ গুরুত্ব সহকারে প্রথমপাতায় বিডিনিউজের উদ্বৃতি দিয়ে প্রকাশ করেছে। জানা গেছে যে অভিযোগ আমাদের ইউনুস সাহেবের বিরুদ্ধে করা হয়েছে তা পুরোটাই সত্য। এ ঘটনা যাতে বাইরে প্রকাশ না হয় এরজন্য তিনি অনেক আগে নরওয়ে দূতাবাসের নিকট একটি িচঠিতে অনুরোধ জানিয়েছিলেন। কিন্তু সুদখোর ও গরীবের রক্তচোষা ঐ ব্যক্তির আশায় গুড়েবালি।
যে কোন ভাবে বিষয়টি প্রকাশ হয়ে পত্রিকার পাতায় এলে দেশজুড়ে তোলপাড় সৃষ্টি হয়। মিডিয়াতে হইচই পড়ে যায়। তবে হইচই সবাই করলেও প্রথম আলো ও ডেইলি স্টার কারও কথায় কান দিতে নারাজ। তারা এ সংবাদটিতে আমলেও নেয় নি। এখন প্রশ্ন হচ্ছে তারা ইউনুছ সাহেবের নিকট হয়তোবা অনেক বেশী কৃতজ্ঞ যার প্রতিদান দিলেন এ সংবাদটি প্রকাশ না করার মাধ্যমে।
তাহলে আমরা যারা সাধারন পাঠক আছি আমরা তো ইউনুছ সাহেবের কাছে কোন কারনে কৃতজ্ঞ নই তবে কেন এ সত্য সংবাদটি পাওয়া থেকে বঞ্চিত হব? তারা নিজেরাই যদি না বদলায় তবে সমাজতক কি করে বদলাবে?
প্রসঙ্গক্রমে প্রথম আলোর বদলানোর পরিমানটা জানানোর জন্য একটু লিখছি ' আমাদের বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক একদিন ক্লাসে প্রসঙ্গক্রমে প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানের কথা আসলে উনি বলেন, আমরা যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ি ও আমাদের জুনিয়র ছিল। বাম করতো, কাধে একটি সাধারন ব্যাগ ঝুলিয়ে এদিক ওদিক ঘূরে বেড়াতো। আর আজ সেই মতি আমেরিকার দালালি করে কোটি কোটি টাকার মালিক হয়ে দেশ চালানোর চিন্তা করছে। দুই নেত্রীকে মাইনাস করার ফমূলা তৈরী করছে।
সত্যিই মতিউর রহমান আর প্রথম আলো বদলিয়েছে তবে সমাজকে নয়, মুখোশের আড়ালে নিজেদের অবস্থাকে যেখানে দেশকে তারা শুধু নামেই ব্যবহার করেছে প্রয়োজনমত।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।