আমাদের কথা খুঁজে নিন

   

তবে কি এদেশে জন্মানোটা দূর্ভাগ্য???

জনতার সংগ্রাম চলবেই বই মেলায় যে প্রকাশকদের স্টল পুড়ে গেছে তারা আবেগাপ্লুত হয়ে বলছিল, যে দেশ কোন কিছুর নিরাপত্তা দিতে পারে না সে দেশে থেকে কি লাভ? ভাবছি যেখানে জীবনের নিরাপত্তাই নেই সেখানে বইয়ের স্টলের নিরাপত্তাতো তো দুরের কথা। আসলেইতো, আমরা সবাই কেমন যেন একটা অনিশ্চয়তার ভূগছি। সবাই যেন কার কাছে জিম্মি হয়ে আছি। নিজের স্বার্থ হাসিল করতে গিয়ে দেশের ক্ষতি করা মানে নিজেরই ক্ষতি করা, ঠিক এই কথাটাই বুঝতে পারছেনা কেও। স্বাধীন দেশের মানুষ তো এমন হয় না।

স্বাধীন দেশ তো এমন হয় না। স্বাধীন দেশে মানুষ নিশ্চিন্তে চলাফেরা করতে পারে, নিশ্চিন্তে স্বপ্ন দেখতে পারে, দু মুঠো ভাত শান্তিতে খেতে পারে, সম্মান নিয়ে বাচতে পারে...। তবে কিশের আশায় এত মানুষ জীবন দিল..?কিশের আশায় মা তার দুধের সন্তান কে গলা টিপে মারতেও দ্বিধা করেনি..? মুক্তিযোদ্ধারা যারা শহীদ হয়েছেন তারা তো চলেই গেছেন, ভাবছি তাদের কথা, যে মুক্তিযোদ্ধারা এখনো বেচে আছেন। যারা সব কিছু নিজের চোখে দেখছেন, যারা নিজে স্বাধীন করে নিজেই অনিরাপত্তায় ভুগছেন। তাদের কেমন কষ্ট হচ্ছে ভাবা যায়? খুব খারাপ লাগে কথাগুলো ভাবলে ...।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।