আমাদের কথা খুঁজে নিন

   

ব্যাক বেঞ্চারস Adda (lyric-1)

By the back benchers, Of the back benchers, For the back benchers.

ডানপিটে যৌবন, ডানেবামে মৌবন আকাশে বেদনা ভাসে, সপ্ন সবুজ ঘাসে সকালে মায়ের কোল, বিকালে এডভেঞ্চার দুপুরে ক্লাসে ওরা, back benchers সপ্ন তারাতে গিয়ে, সপ্নতারিত আচলে জড়াতে গিয়ে, গৃহ বিতারিত মহাকাশে যাবে ওই দুস্টু ছেলের দল তারাদের সভা হবে কে কে যাবি বল সকালে মায়ের কুল, বিকালে এডভেঞ্চার দুপুরে ক্লাসে ওরা, back benchers উজানে ঢেউ গুনে, ওরা খুজে ভাটি একবুক ভালবাসা মা > দেশ > মাটি ছিপ হাতে বসে আছে মিষ্টি বালিকা আমি আছি, তুমি ছিলে লম্বা তালিকা সকালে মায়ের কুল, বিকালে এডভেঞ্চার দুপুরে ক্লাসে ওরা, back benchers কথা : নাজমুল হুদা সুমন

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।