আমাদের কথা খুঁজে নিন

   

আমি জল হব নির্বাসনে...

প্রকৃতিকে করো তব দাস-চে দ্য আইডল (ব্লগার নং - ৩১৩৩৯)

আমি মেঘের দ্বারপ্রান্তে তোমাকে দেখেছি হাসতে আমি চুপচাপ বাতাসের সাথে হেঁটে গেছি বহুদূর বিরান হতে হতে তুমুল বরষায় কোথায় হারিয়ে ফেলছি হৃদয়পুর! আমি আমার ভেতর ঘুমিয়ে পড়েছি কত রাত সাপ দের বাড়ি পাঠিয়েছি ধূপপোড়া সুবাস পাঁজর থেকে খুলে খুলে নোনা শ্যাওলা করে গেছি জলের উপচাষ! আমি জল হব আকাশে আমি জল হব পাখির ঠোঁটে আমি জল হব শীতের ভোর আমি জল... আমি জল... তাই আজ বলি নির্বাসন দাও...সবকিছু নির্বাসন দাও এমন কি চোখের জল নির্বাসন দাও! উৎসর্গ: প্রিয়বন্ধুদের একজন।মাফরুহা কে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।