আমাদের কথা খুঁজে নিন

   

বিজিএমই'র বাটেক্সপো নাইট : প্রথম আলোর কাভারেজ!

বেঁচে থাক হৃদয়, বেঁচে থাক হৃদ্যতা

গত মঙ্গলবারের নকশাতে প্রথম আলো বিজিএমইইএ'র বাটেক্সপো নাইট তুলে ধরে। শিরোনাম করে ‌'চোখ ধাধানো রাত'। দেশের টাকায় ভারতীয় রমণ-রমণী আমদানি করে ফুর্তি করে ব্যবসায়ীরা। আর, সাংবাদিক চোখে গিলে খেয়েছে দুই-তৃতীয়াংশ নগ্ন এসব নারীদের। পরে পত্রিকায় ছবি সহ কাভারেজ।

বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) বার্ষিক আয়োজনে অনুষ্ঠিত হলো ‘বাটেক্সপো নাইট-২০১০’। শুরুতেই মঞ্চের পেছন থেকে ভেসে এল অচেনা কণ্ঠস্বর। ঘোষণা দিলেন মঞ্চে আসবেন সংগীতশিল্পী মোনালি ঠাকুর। উপস্থাপিকার নাম তখনো অজানা। মোনালি শুরু করলেন রেস সিনেমার গান ‘জারা জারা টাচ মি’।

এরপর আরও নানা জনপ্রিয় গান। ফাঁকে ফাঁকে শ্রোতা-দর্শকদের সঙ্গে বাংলায় নিজের অনুভূতিও ভাগাভাগি করে নিলেন কলকাতার এই মেয়ে। গাইলেন বাংলা গান। উপস্থাপিকা শ্বেতা তিওয়ারি মঞ্চে ডাকলেন ‘ইয়া আলি’খ্যাত গায়ক জুবিন গার্গ। শুরু করলেন এ গানটি দিয়েই।

বাংলা হিন্দি মিলিয়ে আরও বেশ কয়েকটি গান গেয়ে মঞ্চ থেকে নামলেন। এরপর এলেন নাচ বালিয়েখ্যাত জুটি আমির-সানজিদা। নানা গানের সঙ্গে দুর্দান্ত নাচে দর্শক ততক্ষণে মন্ত্রমুগ্ধ। কৃষ্ণার সঙ্গে নাচলেন বলিউডের আইটেম গার্ল কাশ্মীরা শাহ। মানব-শ্বেতা জুটিও নাচলেন।

আলো-আঁধারির খেলায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে তখন অন্য পরিবেশ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।