আমাদের কথা খুঁজে নিন

   

আহা ! কী আনন্দ আকাশে বাতাসে।

আমি বিধাতার রঙ্গে আঁকা এক অস্পষ্ট ছবি।

মনে আজ অনেক আনন্দ আমার। প্রায় এক সপ্তাহ পর আমি আবার আমার প্রিয় "সামহোয়্যারইনব্লগ"-এ ফিরে আসলাম। এই সাতটি দিনযে কীভাবে কেটেছে আমার তা ব্লগার ভাই-বোনদের লিখে বোঝানো যাবে না। মনে হচ্ছিল আমি যেন এই পৃথিবীতে নেই।

গত শুক্রবার আমার কম্পিউটারের হার্ডডিস্ক ক্র্যাশ করার ফলে আমি আমার সব ডাটা হারিয়ে ফেলেছিলাম। ডাটাগুলো পুনঃ উদ্ধার করার জন্য আমি হার্ডডিস্কটি সার্ভিসিং সেন্টারে নিয়ে গিয়েছিলাম। প্রায় এক সপ্তাহ পর আজ আমি হার্ডডিস্কটি হাতে পেয়েছি এবং আমার পুরোনো সব ডাটা উদ্ধারও হয়েছে। আবার পিসিটা সচল করে সকল সফ্‌টওয়্যার ইন্সটল শেষে ইন্টারনেট কানেকশন করে প্রথমেই আসলাম ব্লগে। ব্লগার ভাই-বোনরা আপনাদের অনেক মিস করেছি এবং মিস করেছি আপনাদের প্রাণবন্ত লেখা।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।