আমাদের কথা খুঁজে নিন

   

আজ শুরু গার্দিওলার আসল যাত্রা

জুনের শেষের দিকেই আনুষ্ঠানিকভাবে বায়ার্নের কোচের দায়িত্বটা গ্রহণ করেছিলেন পেপ গার্দিওলা। এরপর থেকে তাঁর তত্ত্বাবধানে বেশ কয়েকটি ম্যাচ খেলেও ফেলেছে বাভারিয়ানরা। তবে গার্দিওলার আসল যাত্রাটা শুরু হচ্ছে আজ থেকে। বরুসিয়া মনশেনগ্লাডবাখের বিপক্ষে ম্যাচটি দিয়েই বুন্দেসলিগার প্রথম মৌসুমটা শুরু করবেন এই স্প্যানিশ কোচ।

গত মৌসুমে ট্রেবল জয়ের সাফল্য ধরে রাখার জন্য সম্ভাব্য সব প্রস্তুতিই নেওয়া হয়েছে বায়ার্ন মিউনিখের। বার্সেলোনাকে মাত্র চার বছরে ১৪টি শিরোপা জেতানো গার্দিওলার হাতে দেওয়া হয়েছে কোচের দায়িত্ব। ফিলিপ লাম, আরিয়েন রোবেন, ফ্রাঙ্ক রিবেরি, টমাস মুলারদের নিয়ে গড়া বায়ার্ন দলটা আগে থেকেই ছিল দুর্দান্ত। তার ওপর এবারের মৌসুম ৬০ মিলিয়ন ইউরো খরচ করে দলে ভেড়ানো হয়েছে মারিও গোটশে, থিয়াগো আলকাতারাকে। বায়ার্ন যে সর্বজয়ী হওয়ার মিশনে কোনো চেষ্টাই বাদ দিচ্ছে না, সেটা স্পষ্টই বোঝা যাচ্ছে।

সোর্স: http://www.prothom-alo.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।