আমাদের কথা খুঁজে নিন

   

কুল ডাউন এভরিবডি...

হিংস্র কিছু শকুন আজ খামছে ধরেছে মানবতার পতাকা...জেগে উঠার এইতো সময়...

এতো হাউ কাউ করতাছেন ক্যা? বাংলাদেশ হারছে তো কি হইছে?একটা টিম হারব একটা টিম জিতবই। এইটাই তো খেলা তাই না?যতদিন বাংলাদেশের দর্শকের মনে পেশাদারিত্ব না আইব ততদিন দলও পেশাদার অইতে পারব না। আরে মিয়া খেলায় তো হারজিত আছেই। এতো ভাইঙ্গা পড়লে চলব নি মিয়ারা?অস্ট্রেলিয়া দেহেন না? হাইরা গেলে বেচারাগো মনও খারাপ হয়না। জেদটা চাইপ্যা বইয়া থাহে।

পরের খেলায় দেহায়া দেয় কেঠায় বস। বুঝছেন নি?আর জিম্বাবুয়ে এহন আর অত ছোট দল নাইক্যা। পুরান প্লেয়ারও আছে কিছু দলে। আর ওই যে মাথা-খাউজ্জা না মাসাকাদজা আছে না?এরাও কিন্তু খারাপ প্লেয়ার না। ইন্ডিয়ারে কইদিন আগে কি গনধোলাই না দিল।

যাউকগা। আমরা উপমহাদেশীয় দর্শকের আবেগডা একটু বেশীই। খেলায় জিতলে যেইরাম প্লেয়ারগো মাথায় নিয়া নাচি হারলেও ১৪গুস্টি উদ্ধার কইরা ফালাই। এইসব ঠিক না মিয়ারা। এই পোলাপাইনগুলা এহনো পর্যন্ত বাংলাদেশের সর্বকালের সেরা দল।

এগোরে উতসাহ দিবেন। পরের খেলায় বাঘের বাচ্চারা ফাটায়া দিব জিম্বাবুই রে। দেইখেন? কইয়া রাখলাম। আর আশরাফুলরে আমিও দেখবার পাইনা। তয় কারো একলার লাইগ্যা তো আর দল হারে না।

২০৯ রান তো দুইডা প্লেয়ার খাড়ায়া গেলেই অইয়া যাইত। এইডা শোকের কিছু না। এই শোকরে শক্তি বানায়া বাংলার বাঘেরা সিরিজ জিত্যা লইব। আশায় বুক বাঁধলাম। আগায়া যাও বাঘের বাচ্চারা।

সাবাস বাংলাদেশ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।