Windows 8 কে shutdown করতে অনেক গুলু ধাপ পার করতে হয়।
এই কাজ যদি এক ক্লিক দিয়ে করা যায় তাহলো কেমন হয়? আমরা আজকে সেটাই করার চেষ্টা করব।
১. সবার আগে Desktop এ Right Click করে নতুন Shortcut তৈরী করে নিতে হবে।
২. তারপর Location Box এ shutdown /s /t 0 টাইপ করতে হবে। এই command দিয়ে কম্পিউটার একেবারে অফ হবে এবং পরবর্তীতে Start হতে সময় বেশী লাগবে।
এখানে t মানে time কত সেকেন্ড পর অফ করতে চান। 0 মানে সাথে সাথে Shutdown হবে।
৩. যদি দ্রুত Windows start করতে চান তবে নিচের কমান্ড ইউজ করতে পারেন। shutdown /s /hybrid /t 0 । এটা হবে হাইব্রিড shutdown যা পরবর্তীতে দ্রুত Windows start করবে, কিন্তু কিছুটা Battery use করতে পারে।
এরপর next select করতে হবে।
৪. এবার Shortcut টির একটা নাম দিতে হবে (i.e: Shutdown) এবং Finish করে বের হয়ে আসতে হবে।
৫. এবার ইচ্ছা করলে আপনি একটা Icon বেছে নিতে পারেন। এজন্য আপনাকে Shortcut উপর ডান ক্লিক করে Properties Select করতে হবে। এরপর Change icon এর উপর ক্লিক করতে হবে।
একটা warning পেতে পারেন, Click Ok in warning box।
৬. এবার অনেক গুলু icon দেখাবে, এখান থেকে পছন্দেরটি select করুন। OK করে (দুইবার) বের হয়ে আসুন।
৭. Right click the new shortcut and select Pin to Start. এভাবে আপনি Shortcut টি start screen এ যোগও করতে পারেন। যা Drag করে বামদিকে রাখলে সহজেই দেখা যাবে।
৮. এবার এই shortcut টিকে Taskbar এ pin করতে পারেন। Right click the icon in start screen and select Pin to Taskbar. অথবা Desktop থেকে Drag করে Taskbar এ নিতে পারেন।
৯. এবার দেখতে এরকম হবে।
১০. ইচ্ছে করলে একই নিয়মে Restart Button যোগ করতে পারেন। শুধু কমান্ড হবে shutdown /r /t 0 ।
ধন্যবাদ! ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।