আমাদের কথা খুঁজে নিন

   

এল ক্লাসিকো ম্যাজিক....ম্যাচ শেষে যার যা প্রাপ্য...........ভিতরে না ঢুকলে মিস করবেন কিছু

www.facebook.com/tawasawbil ফেইসবুকে "অসামাজিক আমি"
গতকাল রাতে মরিনহো বাহিনি যা দেখালো.... তাতে সত্যি আমি বাকরুদ্ধ, অপর দিকে গার্দিওলার ক্যাটলানরাও দেখলো সুন্দর ফুটবল কি করে খেলতে হয় লাইমলাইটছিল মূলত এইদু'জন কে ঘিরে... রিয়াল যেন মাঠে নেমেছিল যুদ্ধ করতে খলতে নয়,আর রোনালদো আর মেসির খেলার মানের অসমতাও ধরা পরলো প্রকটভাবে।মেসির খেলায় যেমন ছিল ধার,নৈপুন্য অপর দিকে রোনারদো যেন পুরোই বিপরীত।রোনালদোর ঔদ্যতাই তার আজ পতনের মূল চাবি কাঠি বলে মনে করি।মেসি গোল না করে সুযোগ তৈরী করেছে অনেক,যাকে বলে জেনুইন প্লেমেকার,ওর এ্যপরোচ ও প্রতিটি মুভমেন্ট যথেষ্ট নমোনীয়।আর ভিয়া আর জাভির কথা না বললে অবিচার করা হবে,They are Real Class.... আর সার্জিও র‌্যামোস যা করলো তা সত্যি দুঃখজনক,তার এই আচরন স্পেন টিম ইউনিটিতে অনেক বড় প্রভাব ফেলবে বোধকরি.... আমি ব্যক্তিগত দিক থেকে ব্রাজিল আর ম্যানইউর সাপোর্টার হলেও সুন্দর ফুটবলকে সুন্দর বলতে আমার কোন দ্বিধা নেই। তাই ম্যাচশেষে এটিই যার যার প্রাপ্য বলতে হবে....
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।