আমাদের কথা খুঁজে নিন

   

ছোট ভাইয়ের দাবী আদায়ের অব্যর্থ তড়িকা- দাবী না মেনে উপায় থাকতোনা ।

shamseerbd@yahoo.com ৯৩-৯৪ সালের কথা, আমার ছোট ভাইয়ের বয়স তখন ৩-৪ । দাবী আদায়ের ওর ছিল অদ্ভুত এক প্রতিভা । চিটাগং নিউমার্কেটের তিন তালার প্রায় প্রতিটা দোকানে তখন কাঁচের একটা শো কেসে খেলনা গাড়ি রাখা হত। ছোট ভাইটিকে নিয়ে সবাই যখন মার্কেটে যেত তখন সে খেলনার ঐ শোকেসের দিকে হাত বাড়িয়ে দিত। দোকানদারগুলাও অমনি কেলাতে কেলাতে খেলনা গাড়ি,ট্যাংক পিস্তল টাইপ একটা খেলনা বের করে তার হাতে ধরিয়ে দিত।

সবসময় সব খেলনা বাজেটের মধ্যে যে থাকত তাও না । তাই আব্বু আম্মু যখন ছোট ভাইটির হাত থেকে খেলনা নিয়ে ফেরত দিত অমনি সে দোকানের ফ্লোরে শুয়ে পড়ত। কোন কথা ছাড়া শুয়ে তার স্বরে কান্না , শেষমেষ বাধ্য হয়ে তাকে খেলনা কিনে দেয়া হত। সাথে সাথেই তার কান্না বন্ধ, সুন্দর হাসিখুশি মুখে সে ঘুরে বেড়াত, তার দাবী মানা ছাড়া অন্য কোন উপায় কখনো ছিলনা । আসল ঘটনা অবশ্য শুরু হত তার সপ্তাহখানেক পর।

বড় ভাইয়ের মমতা নিয়ে তারে পাশে বসাতাম আর তার খেলনাটা চেয়ে নিতাম, সাথে থাকত আমার প্রিয় সব স্ক্রু ড্রাইভার সহ নানারকম যন্ত্রপাতি। তাকে বলতাম আই গাড়ির ভিতরে কি আছে দেখি, লাইট টা কিভাবে লাগানো দেখি , অবুঝ ছোট ভাই ও সায় দিত। একসময় চারপাশে ছড়ানো থাকত খেলনার নানা অংশ, শত চেস্টা করেও স্প্রিংগুলো আর জোড়া লাগাতে পারতামনা । আবার শুরু হত ছোট ভাই এর কান্না। শেষে আম্মু আমাকে বকাঝকা করে আরেকটা খেলনা কিনে দেয়ার প্রবোধ দিয়ে তার কান্না থামাতেন, সেও একসময় ভুলে যেত বড় ভাই এর কীর্তি ।

এইসব দেখে খাওয়ার টেবিলে আব্বু বলতেন বড় ছেলের যন্ত্রপাতির প্রতি ব্যাপক আগ্রহ (আসলে হবে নস্ট করার ব্যাপারে ) , সে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়লে ভাল করবে। যাই হউক বড় ভাই মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং না পড়লেও ছোট ভাই আল্লাহর রহমতে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ছে। আশা করি যন্ত্রপাতি মেরামতে আর সমস্যা খুজে পেতে সে ভুল করবেনা , বড় ভাইদেরকেও অযথা সুযোগ দিবেনা ।  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।