আমাদের কথা খুঁজে নিন

   

বি এন পিকে মাঠে না নামতে দিলেও নজির বিহীন হরতাল পালিত হচ্ছে.....



আওয়ামী দু:শাসনের কবলে অতিষ্ঠ হয়ে দেশের জণগণ ক্রমেই ক্ষেপে উঠছে....তার জ্বলন্ত প্রমাণ আজ ও ঈদের আগের হরতাল। ঈদের পূর্বে হরতাল দিলেও সাধারণ মানুষ তাতে বিরক্ত বোধ করেনি..... কথার ফুলঝুরি..অথচ দ্রব্যমূল্যের দাম লাফিয়ে লাফিয়ে বাড়ছে....দশ টাকা চাল খাবানোর কথা বলে ক্ষমতায় এসে এখন বলে বলিনি... আমি ফার্মগেটে থাকি.... কোন প্রাইভেট কার চলতে দেখিনি....কয়েকটা গাড়ি চলছে....রাস্তায় ব্যাপক পুলিশ এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য....যেন যুদ্ধাবস্থা.....সে সাথে ছাত্রলীগ+যুবলীগের কর্মীদের আনাগোন... পুলিশ নির্বিচারে গ্রেফতার করছে.... অথচ, আইজি গতকাল বলেছিল.....হয়রানি করা হবে না...থু তার মুখে..... একটু আগে রেডিও আমার এর ১১ টার সংবাদ শুনলাম... দেশের সকল বিভাগীয় সড়কে জান চলাচল বন্ধ রয়েছে..... বাকশালীদের পতনের দিন খুবই সামনে.... কামরুল......মানে বটতলার অবস্থা যে সামনে কি হবে আল্লাহ মালুম.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।