আমি শুধুই আমি...অন্য কেউ নয়
তাঁরা বলেছিলেন তার চুল হুবে দীঘল,কৃষ্ণ, বর্ণ্না করার মতন নয়
সেখানে পৃথিবীর সমস্ত রাতের সকল তারারা নিভে হয়
কিন্তু কোথায়?...এমন কাউকে তো পাই নি
পেলেও কোন না কোন খুঁত সব হিসেবে গরমিল পাকিয়েছে
এও শুনেছি,
তার চোখে নাকি প্রতিদিন মেঘ ছাড়াই বৃষ্টি হয়
আমি তো এমন বৃষ্টি খুঁজিই নি
বরং মেঘ খুঁজে গেছি দিনের পর দিন এ চোখ থেকে সে চোখে। ।
তাঁদের বর্ণনায় আর ও ছিল তার শরীরের কথা, ভেতরের কথা
সেখানে নাকি এক ত্রিকোণাকার ঘরে
অনেক লাল নীল প্রজাপতির আবাস।
সেখানেই শেষ নয়,
তার হাতের ছোঁয়ায় নাকি মুহূর্তেই পাল্টে যেতে পারে
কারো জীবনের সমস্ত হিসাব নিকাশ
কই?এমন ছোঁয়া তো আজ অব্দি পাই নি
অবশ্য কেউ ছুঁতে গেলে তার নোংরা হাতকে সরিয়ে দিয়েছি সাথে সাথে। ।
তাঁরা লিখেছেন,
তার গলার স্বর নাকি এক না শোনা বিস্ময়
হাজার কোকিলের গানের কথা সেখানে থেমে রয়
আমি তো এমন কিছু ইহলোকে শুনিনি
যা শুনেছি তা শুধু চিৎকার,চেচামাচি,গর্জন
যদিও কখনো দেয়ালে কান পেতে শুনিনি
কি আর পেতাম? কিছু অর্থহীন প্রলাপের কিই বা মুল্য আছে?
কখনো কখনো নিজের মনে হেসেছি উন্মাদের মতন
রাত বিরেতে শেয়ালের ডাক শুনে আবার কেঁদেছি ও
তাঁরা তো একথা বলেন নি যে ভয় পেতে হবে
তবু ও,ভীতু থেকে হয়েছি আর ও ভীতু,আর ও.........।
তবে কি?
অথই সমুদ্রে একা সাঁতার কাটার জন্যই জন্ম আমার?
কাগজের নৌকা ক্খনোই ডুব্বেনা ঠিক ই
অথচ কখনো কি করবে কোন যাত্রী পারাপার?
তাঁরা তো এ প্রশ্নের জবাব দেন নি
পৃথিবী এমন ই, কিছু প্রশ্নের উত্তর কারো কাছে নাই। ।
নাহ...যেভাবে চলছে চলুক,
তাঁরা তো বলেছেন ই সে আসবে,
নক্ষত্রজ্বলা কোন রাতে সে ডাকবে
হয়ত আধ একটু ছুঁয়েও দেবে
আসুক,...... অপেক্ষা তার জন্য
হুবুহু মিলে যাওয়া লাইন গুলোর দিকে তাকিয়ে
তার সাথে বর্ষাযাপনের জন্য
তাঁরা কখনো ভুল বলেন না...কক্ষনো না। ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।