আমি অনেক কিছু জানতে ও শিখতে চাই
সিংহ.....?
ইদুঁর...................??
অতপর.......মিয়াও (বিড়াল)........!!
বাংলার সিংহ ইউজ করছি আজ ৪ মাস হলো। অফিসের লো-স্পীডের কানেকশনে বিরক্ত হয়েই সিংহের দারস্থ হই। যখন মডেমটা কিনি তারা বলেছিল যে ২০/২৫ দিনের মধ্যেই আমার বাসায় নেট চলে আসবে। কিন্তু আজ একমাস হলো কম্পিউটার কিনেছি কিন্তু সিংহ আমার বাসায় ইদুরের মতো উকি মেরেই চলে যেত......সারা মাস একগিগাও ইউজ করতে পারিনি বাট পুরো বিল দিয়েছি.....আজ তারা আমাকে জানিয়েছে আর ১৫/২০ দিনের মধ্যে আমার বাসায় নেট ওকে হয়ে যাবে। ভাবছিলাম কাল নেট বন্ধকরে দেব। তবুও ওদের কয়েকদিন আগের বুদ্ধিতে আবার সিপিইউটা নিচ থেকে তুলে মনিটরের সাথে বসালাম..সিপিইউ-এর সামনের দিকে মডেম লাগালাম..ইঁদুরের মতো উকি দিয়েই চলে গেল....লাইন কানেক্ট হলোনা....কি যেন মনে হলো পিছনে লাগালাম....ওয়াও...৫টা টাওয়ারের মধ্যে ২ টা পেয়ে গেল......আমি ভীষন হ্যাপি....এবার নেট বন্ধ করতে হবে না..........
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।