আমাদের কথা খুঁজে নিন

   

[ফটোব্লগ] কাঠবিড়ালী @ হাইড পার্ক

আমার সাথে যোগাযোগ করতে http://bn.jinnatulhasan.com/blog এ ভিজিট করুন।
ব্লগটির পূর্বপ্রকাশ - (ফটোব্লগ) কাঠবিড়ালী @ হাইড পার্ক অনেককাল আগে সাভারের একটি গ্রামে কাঠবিড়ালীদের নিশ্চিন্তে ঘুরে বেড়াতে দেখেছিলাম। আর দেখেছি চিড়িয়াখানায় বন্দী মনমরা কিছু কাঠবিড়ালী। কিন্তু যুক্তরাজ্যে কাঠবিড়ালী এমন নিশ্চিন্তে ঘুরে বেড়ানো খুবই সাধারণ একটি বিষয়। এখানে কেউ এদের মজা করার জন্য লাঠি দিয়ে পিটিয়ে মেরে ফেলে না, বরং বাদাম, চকলেট খাইয়ে খেলা করে।

কাঠবিড়ালীগুলোও মানুষকে শত্রু মনে করে না, বন্ধু মনে করে। সারা যুক্তরাজ্য তুষারপাত শুরু হয়ে গেছে, কেবল লন্ডনই আপাতত হিমবাহ-এর মধ্যেই সীমাবদ্ধ আছে। আজ রাতেই হয়তো তুষারপাত শুরু হয়ে যাবে। যাহোক, দুপুরে সহকর্মীর সাথে খেতে বের হয়েছিলাম। দেখলাম ঠান্ডা হাওয়া সত্ত্বেও সুন্দর রোদ্দুর চারিদিকে ছড়িয়ে পড়েছে।

অফিসের সামনেই বিখ্যাত হাইড পার্ক, সময় নষ্ট না করে এগিয়ে গেলাম। যেখানে কাঠবিড়ালীদের স্বর্গ। পটাপট কিছু ছবি তুললাম, বাছা বাছা কয়েকটি আপনাদের জন্য।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।