আমি পথিক
- তোমার কাছে কি নেলকাটার আছে ?
- কেন ? কি হবে ?
- খেলবো; নেলকাটার দিয়ে কি করে মানুষ !
- ও আচ্ছা তাই তো , দেখি কাছে আসো আমি কেটে দেই।
কিন্তু খবর্দার , দুষ্টমি করবে না গতবারের মতো।
- আমি আবার কবে কি করলাম !
- কেনো মনে নেই মশাইয়ের সেই যে নখ কাটতে কাছে গেলাম যখন অমনি জাপ্টে ধরলে, ভাগ্গিস দরজা ভেজানো ছিল....ছিঃ ছি
- ও আচছা এই কথা। ঠিক আছে সে বার তো আমি ধরেছিলাম এবার না হয় তুমি জাপটে ধরো...
- হুমম খেয়ে দেয়ে আমার তো আর কাজ নেই, এমনিতে ছুটির দিন, বাসা ভর্তি লোকজন - তার উপরে কাজের বুয়াটাও আসেনি কত্ত কাজ পড়ে আছে আমার।
- যাও আচ্ছা কিছু করতে হবে না, নেল কাটার টা দিয়ে বিদেয় হও।
- রাগ করলে না কি ? এতো অবুঝ কেনো যে হও.......
- না রাগ করিনি.....তোমার ব্যস্ততায় বাধা হতে চাইছিনা.......
- আবারও সেই রাগের কথা; একটু বুঝতে চেস্টা করো।
- কি বুঝবো ? কি বোঝাতে চাইছ ! ছুটির এই পরন্তবেলায় যখন মনটা আকুপাকু করছে তোমার একটু আদরের জন্য তখনই তোমার নানা বাহানা। আসলে তোমার ভালবাসায় ভাটা পড়েছে।
কি রে কাজে যাবি না । আরে ওঠ না সাতটা বাজে তো ।
৮ টায় গাড়ি চলে আসবে। ধরমর করে উঠে বসলাম। ঘড়ির দিকে তাকিয়ে দেখি ৭টা বেজে গেছে। স্বপ্নে কোথায় চলে গিয়েছিলাম ভাবতে পারিনি। কোথায় সিংগাপুর আর কোথায় বাংলাদেশ।
প্রতিদিনের রুটিন শুরু হল.........
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।