আমাদের কথা খুঁজে নিন

   

ধরা দিলেন ডিপজল

"বাউল মানুষ"

পুলিশ পিটিয়ে ১২ দিন পালিয়ে থাকার পর অবশেষে ধরা দিয়েছেন চলচ্চিত্র অভিনেতা ও ঢাকা সিটি করপোরেশনের ওয়ার্ড কাউন্সিলর মনোয়ার হোসেন ডিপজল। গতকাল রোববার রাতে তিনি রাজধানীর দারুস সালাম থানায় আত্মসমর্পণ করেন। ১৬ নভেম্বর রাজধানীর গাবতলীতে ট্রাফিক সিগন্যাল অমান্য করে যাওয়ার সময় গাড়ি আটকালে ডিপজল এক ট্রাফিক কনস্টেবলকে মারধর করেন। এ সময় তিনি ওই ট্রাফিক কনস্টেবলকে অস্ত্র দেখিয়ে ভয় দেখান বলেও অভিযোগ রয়েছে। পরে ওই ট্রাফিক কনস্টেবল মামলা করলে পুলিশ ডিপজলকে গ্রেপ্তারের জন্য অভিযান শুরু করে।

দারুস সালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মালেক প্রথম আলোকে বলেন, গতকাল রাত পৌনে ১০টার দিকে ডিপজল থানায় এসে আত্মসমর্পণ করেন। এরপর মামলার তদন্ত কর্মকর্তা তাঁকে গ্রেপ্তার করে হেফাজতে নেন। ওসি আবদুল মালেকের দাবি, পুলিশের অব্যাহত অভিযানের মুখে ডিপজল ধরা দিতে বাধ্য হয়েছেন। তাঁর আর পালিয়ে থাকার কোনো উপায় ছিল না। তিনি জানান, গত ১২ দিনে ডিপজলের খোঁজে তাঁর নিজের বাড়ি, ফ্ল্যাট, বাগানবাড়ি, শ্বশুরবাড়ি, মেয়ের শ্বশুরবাড়ি, বিভিন্ন শুটিং স্পট, বিভিন্ন আত্মীয়র বাসাসহ ঢাকা ও ঢাকার বাইরে অন্তত ৫০টি স্থানে পুলিশ সাঁড়াশি অভিযান চালিয়েছে।

দারুস সালাম থানার কর্তব্যরত কর্মকর্তা সহকারী উপপরিদর্শক (এএসআই) হামিদুর রহমান জানান, গতকাল রাত পৌনে ১০টার দিকে থানায় ঢুকে এক ব্যক্তি তাঁর টেবিলের সামনে এসে সালাম দেন। তিনি মুখ তুলে দেখেন ডিপজল। তবে থানা হেফাজতে থাকা ডিপজল প্রথম আলোকে বলেন, ছবি মুক্তির জন্য সারা রাত জেগে থাকায় ১৬ নভেম্বর সকালে তিনি অনেক ক্লান্ত ছিলেন। এ কারণে গাবতলী সিগন্যালে ট্রাফিকের সঙ্গে তাঁর কথা-কাটাকাটি হয়। তবে মারামারি বা হাতাহাতির কোনো ঘটনা ঘটেনি বলে তিনি দাবি করেন।

এদিকে ডিপজল ধরা দেওয়ার পর থানার ফটকে নিরাপত্তা বাড়ানো হয়েছে। ডিপজলের অনেক সমর্থককে থানার সামনে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। রেফারেনস : Click This Link

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।