নিজেকে জানার চেষ্টা চলছে । কখনো জানতে পারলে বলবো । সকল আস্তিকই কোন না কোন মাত্রার আস্তিক, কিন্তু সকল নাস্তিকই আসিফ মহিউদ্দিন নয়।
কারণ আস্তিক, নাস্তিক উভয়েই দাঁত ব্রাশ করে, কিন্তু আসিফ মহিউদ্দিনেরা কখনোই দাঁত মাজে না এবং তার মুখের উৎকট দুর্গন্ধ সকলের মাঝে ছড়িয়ে বেড়ায়। এই পদ্ধতিটাকে তারা কথায় কথায় 'বাক স্বাধীনতা' বলে থাকে!
তাদের এই তথাকথিত বাক স্বাধীনতার কোন বাউন্ডারী নেই।
তারা অবাধে তাদের নোংরা মুখ দিয়ে এমন সব শ্রদ্ধেয় ব্যাক্তিত্ব নিয়ে কথা বলে, গল্প-কাহিনী রচনা করে, যা তাদের এনে দেয় বিতর্কিত প্রচার। যা কিনা তাদের ব্যাবসার জন্য মূলধন হিসাবে কাজ করে।
আমি অনেক নাস্তিককে জানি, যারা কখনো কারো বিশ্বাস বা মূল্যবোধের উপর কটাক্ষ করেনি। তারা ডুবে আছে তাদের নিজস্ব অবিশ্বাস নিয়ে। হয়তো এই 'অবিশ্বাস' টাই তাদের মৌলিক বিশ্বাস।
কিন্তু নোংরামুখী আসিফ মহিউদ্দিন ও তার চ্যালারাই পরিবেশ নোংরা করছে। আমি বার বার তাদের আহবান করেছি যেন মুখটা বন্ধ রাখে। কারণ বিষাক্ত এই মুখ তো আমাদের কম ভোগায়নি। ইদানিং আস্তিক, নাস্তিক দ্বন্দ্বটাও তৈরি হয়েছে এদের কাজ কর্মকে কেন্দ্র করেই। তাদের কথায় যদি জাতিগত বিভ্রান্তি তৈরি হয়, তাহলে কি এর দায়ভারটাও তাদের উপরই বর্তাবে না? বাক স্বাধীনতার দোহাই আর কত সহ্য করবে মানুষ?
তাই আমি আবারো তাদের নোংরা মুখ বন্ধ রাখার আহবান জানাচ্ছি।
দয়া করে প্রতিদিন যেন তারা একবার হলেও দাঁত মাজে। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।