A Hero will Rise Up Just In Time
জন্ম ২৩ এপ্রিল, ১৯৭৭। পাচ ভাইয়ের মধ্যে ২য়। গ্রাজুয়েশন শেষ করে স্প্রিংফিল্ড কলেজে ভর্তি হন।
জন সিনা ১ম WWE-তে খেলেন ২৭ জুন, ২০০২তে। ১ম খেলেন কার্ট এঙ্গেলের সাথে।
হেরে যায় জন সিনা কিন্তু ১ম খেলাতেই মন জয় করে নেয় দর্শকদের।
২০০৪ সালে রেসেলমেনিয়ায় জন সিনা বিগ শো কে হারিয়ে ইউনাইটেড স্টেট চ্যাম্পিয়ারশীপ জিতে নেন।
২০০৫ সালে রেসেলম্যানিয়ায় জেবিএল কে হারিয়ে ১ম WWE চ্যাম্পিয়ানশীপ জেতেন। এরপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি তার।
পারসেনাল লাইফঃ
জন সিনা বাম হাতি লেখক।
ভিডিও গেম খেলতে খুব পছন্দ করেন। Command & Conquer, তার সবচেয়ে প্রিয় গেম।
জন সিনার রেসলিং নিকনেম'স:
* "The Doctor of Thuganomics"
* "The Champ"
* "The Chain Gang Commander"
* "The Chain Gang Soldier"
জন সিনার Entrance themes:
১) The Beautiful People (2002)
২) "Basic Thuganomics"
৩) "The Time is Now" (2005–present)
ফিনিশিং মুভ:
১) F-U or AA [Attitude Adjustment]
২) STF
WWE-তে তার এ্যাচিভমেন্ট:
World Heavyweight Championship (2 times).
World Tag Team Championship (2 times) Shawn Michaels (1) and Batista (1).
WWE Tag Team Championship (2 times) – with David Otunga (1), and The Miz (1).
WWE United States Championship (3 times).
Royal Rumble (2008), (2013) (2 Times).
Slammy Award for Superstar of the Year – 2009, 2010 and 2012.
Mr. Money in the Bank (2012 - WWE Championship contract)
WWE Championship (11 times).
Filmography:
জন সিনা কিছু মুভি এবং সিরিয়ালে কাজ করেছেন। কয়েকটাকে গেস্ট এ্যাকটর হিসেবে কাজ করেছেন। লীড হিরো হিসেবে করেছেন মূলত তিনটা মুভি:
2006 : The Marine
2009 : 12 Rounds
2010 : Legendary
এছাড়াও এ্যক্সট্রা হিসেবে কাজ করেছেন Ready to Rumble মুভিতে, ২০০০ সালে।
গেস্ট এ্যকটর হিসেবে করেছেন Psych, True Jackson, VP , Hannah Montana সিরিয়ালে।
বর্তমান পজিশন: WWE Champion.
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।