ভারতের দালাল ও ভারতীয়দের প্রবেশ নিষেধ।
খবরে পড়লাম ইসলামী ফাউন্ডেশনের ইমাম প্রশিক্ষন বন্ধ করে ইসলামী ফাউন্ডেশনের ডিজি সবাইকে হল রুমে নিয়ে আসেন। সেখানে আমেরিকা থেকে আগত কিছু শিক্ষার্থীকে নিয়ে অনুষ্ঠান করা হয়। কথা ছিল তারা আমাদের দেশের সংস্কৃতি দেখবে আর তারা তাদের কিছু সংস্কৃতি আমাদের দেখাবে।
আমাদের দেশের সংস্কৃতি দেখানোর জন্য হামদ নাত আর জাতীয় সংঙ্গিত পরিবেশন করা হয়।
এর পর ডিজির কথামোতাবেক ঘোষক ঘোষণা করেন এখন ব্যলে ড্যন্স হবে। যদিও তখন নামাজের আযান চলছিলো। ইমামরা দুই শিক্ষার্থীর উলঙ্গ ব্যলে ড্যন্স দেখে অবাক হয়ে যান।
ইসলামী ফাইন্ডেশন অনেক আগে থেকই বিতর্কীত হতে শুরু করেছে। এই সরকারের আগের ক্ষমতার সময়েও অনেক কাহীনী ঘটেছে।
এবার যেন তারা সব কিছুকে ছাড়িয়ে গেল।
যে শিক্ষার্থীরা এসেছে তাদের বোধ দেখেও আমি অবাক হচ্ছি। যদি তাদের দেশে গিয়ে গির্জাতে বা ধর্মীয় কোন প্রতিষ্ঠানে আমরা আমাদের নৃত্য প্রদর্শন শুরু করি তাহলে তাদের কেমন লাগবে? কিংবা কেও হিপহপ ড্যন্স শুরু করে তাহলে কেমন লাগবে? একদল ছাগল মনে হয় আমাদের দেশে এসছিল। আর নাহলে তারা ইচ্ছে করে আমাদের অপমান করে গেল। অথবা আমাদের ডিজি মাথামোটা সরকারী গাধা।
তার মাধায় এতটুকু বিষয় নেই যে ইসলামী ফাউন্ডেশনে কি করা উচিত আর কি করা উচিত নয়।
খবরটা পড়ে কি করবো তা বুঝতে পারছিলাম না। মনে হচ্ছিলো ডিজিকে গলা ধাক্কা দিয়ে বের করে দেওয়া যেত তাহলে অনেক ভাল হত।
এই সরকার যত বেশি ক্ষমতায় থাকবে তত বেশি ইসলামেকর ক্ষতি করতে থাকবে এতে কোন সন্দেহ নেই।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।