আমাদের কথা খুঁজে নিন

   

কবি অসিত রায়ের "দূর্দশা" : আরেকটি কাব্য সমালোচনা

চলছি শিলা পথে....

দূর্দশা কবলিত বঙ্গ সংস্কৃতি ? যতটাই কবলিত হোক না কেন তা গ্লোবালাইজেশন ও "আর্থ-রাজনীতিক সংস্কৃতি"র সুস্থ্যতার অভাবেই ! এটা বুঝতে হলে আগে জানি 'সংস্কৃতি চর্চা'টা আসলে কি ! "....নিজের মনকে মার্জিত রাখা, অনুভব অনুভূতি আবেগ প্রেরণাকে সতেজ রাখা..., মূল্যবোধকে জীবনের সামগ্রী করে নেয়া ( সাহিত্য সংস্কৃতি ও জীবন- আবুল ফজল) !" এবার মিলিয়ে দেখুন আমাদের রাজনৈ্তিক সংস্কৃতি চর্চা'টা আসলে কী হচ্ছে ! তবে কোন কমন ইস্যু ভিত্তিক দিবসের আগে যখন 'বিশ্ব' যুক্ত থাকে তখন তা সব দেশই পালন করবে এটাই স্বাভাবিক ! ব্যক্তির গ্রহনযোগ্যতা নির্ভর করে মানসিক সংস্কৃতির উপর ! মাটির গন্ধের বিবমিষা সম্পূর্ণ ব্যক্তি-সংস্কৃতি ! পরিবর্তন কে ভয় পেলে কী হবে ! কোন সংস্কৃতিই পরিবর্তনের ভয়ে থেমে থাকে না - এগিয়ে যায় ইতিবাচক বিবর্তনের দিকে, যদি রাজনীতিটা সুস্থ্য থাকে ! এদেশে ধর্মের সাথে আরব্য সংস্কৃতির কিয়দংশের প্রবেশই এর ভাল দৃষ্টান্ত । ক'জন মুসলিম ভাইকে পাবেন বাংলায় তাঁর প্রকৃ্ত নাম ? কাজী নজরুল ইসলাম বহু ফারসি ও উর্দূ শব্দ ভাষা ও সংস্কৃতির মিশেল দিয়েছেন তারঁ সৃষ্টিতে, সমৃদ্ধ করেছেন সাহিত্য ও সংস্কৃতি ! যদিও জন্মদিনের গানটি কমন টাইটেল হয়ে গেছে বিশ্বব্যাপী, তবে আমরা তা ফকির আলমগীরের নে. ম্যান্ডেলা কে উৎসর্গ করা গান টি গাইতে পারি -- " শুভ হোক জন্ম দিন তোমার , নেলসন ম্যান্ডেলা " ! এর দায় ভার আমাদের সংস্কৃতিসেবীদেরই ! তাই অনুকরণ নয়, আনুসরণই শ্রেয় ! এই উদ্দেশ্যেই সাংস্কৃতিক বিনিময় বিশ্বব্যাপী স্বীকৃ্ত !

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।