আমাদের কথা খুঁজে নিন

   

নয়া ছিঃনেমা : ঘর আমার ঘর : হোয়েন শি লেফট দি হাইজ

লোচনে যতনে দেখি। কোপনে গোপনে লেখি। ।

সর্বশেষ আমার দেখা ছিঃনেমা হল বেদের মেয়ে জ্যোৎস্না। অঞ্জু ঘোষের যাদু।

যে দেখে নাই তার জন্ম বৃথা। এখনও জন্ম সফল করার সুযোগ আছে। সুযোগটি নেওয়া যেতে পারে বন্ধুরা। ছিঃনেমাটি এত জনপ্রিয় হয়েছিল যে পশ্চিমবঙ্গেও এর রিমেক করা ছাড়া উপায় ছিল না। জনতার দাবী--রঙিন বেদের মেয়ে জোৎস্না।

নায়িকা অঞ্জু ঘোষ। বোম্বেতে যখন এখবর গেল তখন তারা ঠিক করল--হ্যারাও এর হিন্দি ভার্সন করবে। তবে নায়িকা করা হবে ঐশ্বর্য রাইকে। বীর বাঙালী গো ধরল--উহু জোসছোনা হল আমাগো জাতীয় ঐতিহ্য। ইহাকে ঠিক ঠিক রক্ষা করিতে হইলে নায়িকা অঞ্জু ঘোষ লাগবে।

করণ জোহর বলল, ওকে। তোমরা যদি চাওই যে নায়িকা কোনো বাঙালী হোক তাইলে বিপাসাকে লই। সঙ্গে জন আব্রাহম। একদম হিট ফিট। পর্দা ফাইটা যাবে।

ফাইটা ফাইটা যায়--বুকটা ফাইটা যায় (গায়িকা মমতাজ)। করণ জোহর আরও বলল, অঞ্জু তো মোটা। যৌবনও নাই। কথা শেষ করতে পারে নাই হ্যায়। বিপ্লবী বাঙালী কৈল, আমাগো মোটা নায়িকাই ভাল লাগে।

শুটকি পছন্দ নয়। যৌবনের তুই কী বুঝিসরে হারামজাদা! একটু বয়স হৈলে যৌবন কী জিনিস বোঝন যায়। কামসুত্র চেনোস? তর বাপে কী লেখসে পইড়া দ্যাখ। -তাইলে কামসূত্রই বানাই? যোদ্ধা বাঙালী চেঁচিয়ে বলল, খামোশ। এটা তোমাগো বাপদাদাগো সম্পত্তি না।

আমগো জাতীয় মাল। বেদের মেয়ে জোসছোনা মানেই হৈল অঞ্জু--অঞ্জু ঘোষ। অঞ্জু হৈলে আছি, নাইলে নাই। এর পর কথা নাই। কথা কৈলে সোজা হরতাল।

গাড়ির চাকা চলবে না--বাড়ি বাতিল হইবে না। ওকে। এই পর্যন্ত হৈয়া আছে। খালেদার বাড়ি নিয়া ঝামেলা হৈছে। জাতি কানছে।

আমগো বদরুদ্দিন উমরও কাইন্দা কৈছেন--এইভাবে ফ্যাসিবাদি আমলীগের বাড়ি থেকে উচ্ছেদ করাটা ঠিক হয় নাই। ব্যানাহুদা কৈছেন-এইটা মৌদুদের কাম। হালা, প্রধানমন্ত্রীর তালে আছে। এই জন্যই খালেদারে বাঁশ দিচ্ছে। কেযে কারে বাঁশ দিচ্ছে বোঝন মুশকিল।

এদিকে হাসিনারে ডক্টরেট দিচ্ছে। এইটা কি আছোলা বাঁশ, ভাইসগোল? যাই হোক মন খারাপ। এরই মধ্যে এক পোঙটা পোলা একটা ছিঃনেমা বানাইয়া ফেলছে। বিন্পি পরিবেশিত--আমলীগ নিবেদিত। শ্রেষ্ঠাংশে ড্যাশ ড্যাশ ড্যাশ।

নায়িকা আমাগো জাতীয় মাল অঞ্জু ঘোষ। তিনি ছাড়া আর কে এইরকম ফোঁস ফোঁস করতে পারে। যারা দেখবে না তাগো তো বটেই--তাগো তায়ৈগো জন্মও বৃথা। জন্ম সফল করতে আইসেন--ছিঃনেমা দেইখা ফেলাই-- ........................................................................ আসিতেছে --ভাসিতেছে ---খাসিতেছে রঙীন ছিঃনেমা : ঘর আমার ঘর শ্রেষ্ঠাংশে : বেদের মেয়ে জ্যোৎস্নাকুমারী অঞ্জু ঘোষ পার্শ্ব অভিনেত্রী : গব্বর বিনতে সিং উরফে নাচিনারে হাচিনা। অন্যান্য চরিত্রে : মৌদুধ, বোতলবাজ দেলু, গোর খোনকার মাভুব।

মিউঝিক --ছএকারে সাকা। ফাইটিং ডিরেক্টর : কামিনী আমিনী বিন বেতাল লিফ উইথ আফগান খয়ের বিশেষ কৌতুক দিরিশ্যে : গোলমাল আযম আইটেম জ্ঞানে : বদ হুমোর উরফে রুদিন (দর্শকের অনুরোধে) ড্যান্স : ব্যানাহুদা। স্পেশাল এফেক্ট : আমগো ফালতু ফালু ভাই ওরফে চটি। প্রোডিউছারপোকা : ভায়াগ্রা ভাই এরশাদ প্রচারে : আমরি জনসঙযোগ (পুরা নামটা মনে নাই) ফরিচালক : ? ব্রি: দ্র: টিকিটের লগে একখান ফ্রি পিনআপ বুঝিয়া লৈতে ভুলিবেন না। শীতে মহাআরাম নিশ্চিত পাইবেন।

ব্যবস্থা খাসা।  খুব খেয়াল কৈরা। শুভমুক্তি : ৩০ নভেম্বর। 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।