যে কোন লড়াই শেষ পর্যন্ত লড়তে পছন্দ করি।
দুই পিঠ বিশিষ্ট মূদ্রা
শরীফ এ. কাফী
০৬.০৬.২০০৬
নিজ দলের সমর্থক যুবক কিংবা ছাত্র,
ধোয়া তুলসী পাতা সে নিস্কলুষ চরিত্র।
বুকে আয়, সোনা আমার বক্ষের ধন,
পুলিশ হলে পিপিএম, ফুলের চেয়েও পবিত্র!
হয় যদি সে ফুটকাটুনী, সমালোচক,
অন্য দলের কর্মী, ক্যাডার কিংবা সমর্থক,
মেরে তারে ক্রস ফায়ারে অন্ধকারে
রাজনীতিতে জীবনটা আজ হয় সার্থক।
(সম্পাদিত)
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।