আমাদের কথা খুঁজে নিন

   

আমার ছবি তুলবার গল্প (পুনরায় পোস্ট )

আমি কেউ নই . .

ছবি তুলবার শুরু হুট করে কিছু না ভেবেই । ২০০৮ এ চাচার কাছ থেকে ধার করে কদিনের জন্য চেয়ে নেয়া ১ টা সনি-সাইবার শট কামেরা, বিরিশিরির অপূর্ব সুন্দর কিছু প্রাকৃতিক দৃশ্য, কামেরার পিক্সেলের মাঝে আটকাতে পারবার ভালো লাগা, এই থেকেই শুরু । তারপর কিছুদিন পরই হুট করে দেশ ছেড়ে ভিন দেশ এ চলে আশা । একদম অন্যরকম প্রকৃতি আর অন্য ধরনের মানুষ দেখে তা কামেরার মাঝে আটকানোর ইচ্ছা. অন্যের কামেরা দিয়ে তোলা ছবি ফেসবুকের গ্রুপে পোস্ট করা । ওখানেই "অনিন্দ কবির অভিক" নামের ১ জন মানুষের তোলা কিছু ছবি দেখতে পেয়ে বিস্সয় এ হতবাক হয়ে যাওয়া.তার কিছু অনুপ্রেরণামূলক কথা শুনতে পারা ।

তারপর ২০০৯ এ কষ্ট করে টাকা জমিয়ে হুট করে ১টা ডিজিটাল স.ল.র কিনে ফেলা । তারপর থেকে নিজে নিজেই শিখা আর ছবি তুলে বেড়ানো । জানি এখনো কিছুই শেখা ছবি হয়নি. তবু তোলার ইচ্ছাটা বসে গেছে মনের মাঝে । এই আমার ছবি তুলবার গল্প. কিছুটা বিরক্তিকর কি? হলে ক্ষমা করবেন । আশা করি ভবিষ্যতে আরো ছবি দেখাতে পারবো আপনাদের।

থাকবেন সবাই। বি:দ্র: (প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি পুনরায় পোস্টিং এর জন্য। আগের বার পোস্টিং এর সময় ভুল করে ছবি যোগ করিনি। পরে যখন খেয়াল করলাম ততোক্ষনে দেরি হয়ে গিয়েছিলো। তাই পুনরায় পোস্ট করছি।

আশা করি এবার আর ভুল করিনি। আর কেউ যদি আবার পোস্টটি দেখে বিরক্ত হন তবে নিজ গুনে ক্ষমা করবেন। ) আমার ফ্লিকার লিংকটি এখানে দিলাম। ইচ্ছা করলে ঘুরে আসতে পারেন http://www.flickr.com/photos/imuuu_imran/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।