আমাদের কথা খুঁজে নিন

   

বেতন-ফি বৃদ্ধির প্রতিবাদের আন্দোলনরত যুক্তরাজ্যের শিক্ষার্থিদের সাথে সংহিত।


সমগ্র যুক্তরাজ্যের শিক্ষার্থীরা বিশবিবদ্যালযের ছাত্র বেতন ফি বৃদ্ধির বিরুদ্ধে প্রতিবাদী হয়ে উঠেছে। উক্ত প্রতিবাদের অশ হিসাবে গত ২৪ নেভম্বর ২০১০ লন্ডনের প্রানকেন্দ্রে অবিস্থিত Trafalgar Square সমেবত হয়। 'উন্নত বিশ্বে শিক্ষার্থীদের আন্দোলন কর্মসূচি বিশ্ববিদ্যালয় চৌহাদ্দীতে সীমবদ্ধ থাকে' আমাদের বিজ্ঞজনদের মুখে বহুবার শোনা কথাটি কে এখানে প্রশ্নবিদ্ধ হয়, নাকি? সরকারের শিক্ষাবাজেট সংকোচন নীতি প্রতি নিজের অনুভুতির কথা জানাতেHastings, East Sussex এর Sussex Coast College কলেজের শিক্ষার্থীরা রাজপথে নেমে আসে। 'রাজপথে মিছিল করে জনসাধারণের চলাচল কে বাধা গ্রস্তকার , অপরের াধিকারের উপর হস্তক্ষেপ!!!!!!!!!!!!!!!!!'' এ কথা গনতন্ত্রের সুতিকাগার যুক্তরাঝ্যের শিক্ষাথীদের জনা নেই। যুক্তরাজ্যের সদ্য ক্ষমতা গ্রহণকারী সরকার বিশ্ববিদ্যালয়ের বেতন-ফি বৃিধ্ধ করে বার্ষিক ৯০০০ পাউন্ড করার এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষা বাজেট হতে সরকারের অনুদান প্রত্যাহারের ঘোষণা দেওয়া হলে; শিক্ষার্থীরা 'খ্রামেরণ' সরকারের বিরুদ্ধে প্রতিবাদী হয়ে উঠে।

ছবির মাঝের ছাত্রের নীল রং-এর প্লাকার্ডে লেখা ' Students and Workers UNITED AND FIGHT'. যুক্তরাজ্যের শিক্ষার্থীরা সেই সত্য উপলদ্ধি করেছে .......আজ যে শিক্ষার্থী আগামী কাল সে শ্রমিক। শ্রমিক শ্রেনী সাথে ঐক্যবদ্ধ লড়াইয়ের চুড়ান্ত বিজয়ের প্রধান শর্ত যদিও গত সপ্তাহে যুক্তরাজ্যে ২য়বারের ছড়িয়ে পরা ছাত্র বিক্ষোভে মাসের শুরু ১ম বিক্ষোভের মত কোন সংহিসতা ঘটেনি , তবু রাষ্ট্র যন্ত্রের ক্রু চেহারা একি্ রকম। উপরে ছবিঠি বাংলাদেশের চট্টগ্রাম বিশ্ববিদ্যারয়ে ফি-বিরোধি আন্দোলনে শিক্ষাথীদের উপর প্রশাসন যন্ত্রের নির্মম নিপীড়নের কথা স্মরণ করিয়ে দেয়। বিক্ষোভ কালে শিক্ষার্থীরা স্থানে স্থানে এবাবে আগুণ জ্বালিয়ে রাখে। Bristol এর প্লাকার্ড হাতে শিক্ষার্থীদের বিক্ষোভ সমাবেশ।

লিড-এর ২০০০ এর বেশি শিক্ষার্থী উপরের ছবিটি 'Twitter' এ পোস্ট করেছেন বিক্ষোভ কর্মসূচিতে শামিল হো্য়া বিশ্ববিদ্যালয়ের এক জন লেকচারা Mark Taylor-Batty . শিক্ষা জীবন শেষ করে ফেলা একজন শিক্ষ কেন ছাত্রদের বেতন ফি বৃদ্ধি প্রতিবাদে শামিল হণ , সেটা আমাদের বিবেক কে প্রশ্নবিদ্ধ কের। Durham এ in Market Square এর Town Hall সম্মুখে বিক্ষোভ মিছিলের পূর্বে সমবেত শিক্ষার্থীরা। Whitehall (a road in Westminster) ছাত্রদের বিক্ষোভের মধ্যে অসহায় একিট পুলিশের গাড়ি। আটকে পড়া পুলিশ ভ্রানটি ছাত্রদের রোষের শিকার হয়।
 


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।