আমাদের কথা খুঁজে নিন

   

কবি রাজের কবিরাজি : ইলিউশন-হ্যালুছিনেশন-ডিল্যুশন সম্পর্কে জানুন।পর্ব ২


সিরিজের আগের পর্বে আমরা ইলিউশন(illusion) এবং হ্যালুছিনেশন(hallucination) সম্পর্কে জেনেছি। এই লেখাটি ভালভাবে বুঝার জন্য আগের পর্বটি পড়ে নিন। ইলিউশন(illusion) এবং হ্যালুছিনেশন(hallucination) ইলিউশন এবং হ্যালুছিনেশন মূলত উপলব্ধিজনিত(perception) সমস্যা। ডিল্যুশন শব্দটি এদের সাথে ব্যবহৃত হলেও ইলিউশন এবং হ্যালুছিনেশনের এর বেশ ফারাক রয়েছে। ডিল্যুশন মূলত চিন্তাশক্তির(thought) সমস্যা।

এটাকে সংজ্ঞায়িত যায় এভাবে,"ভ্রান্ত এবং অপরিবর্তিত বিশ্বাস যদিও এর বিপরীতে প্রমাণ ও যুক্তি বিদ্যমান এবং যা ব্যক্তির সামাজিক,অর্থনৈতিক এবং সাংস্কৃতিক পরিমন্ডলের সাথে অসামঞ্জস্যপূর্ণ। " একটা উদাহরণ দিই। ধরুন,কেউ বলা শুরু করল,সে আমেরিকার পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচিত হচ্ছে। আপনি তাকে তার জাতীয়তা,আমেরিকার নির্বাচন প্রক্রিয়া এবং আমেরিকার প্রেসিডেন্ট হবার ন্যুনতম যোগ্যতা সম্পর্কে বিশদ ব্যখ্যা করলেন। তারপরও সে তার এই ভ্রান্ত বিশ্বাস থেকে এক চুল নড়ল না।

এটাই ডিল্যুশন। ডিল্যুশন বিভিন্ন ধরণের হতে পারে। উল্লেখযোগ্য কয়েকটি ডিল্যুশন হল- ডিল্যুশন অফ পারসিকিউশন(persecution)/প্যারানয়েড(paranoid) ডিল্যুশন : রোগী ভাবে তার আশেপাশের লোকজন তার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত। আমাদের দুই নেত্রীর এই ক্ষেত্রে বোধ হয় এই ডিল্যুশনটা প্রযোজ্য। ডিল্যুশন অফ গ্রান্ডিউস(grandiose) : রোগী নিজেকে খুব বড়কিছু ভাবতে শুরু করে।

অনেকে মনে করে পুরো পৃথিবী তার নির্দেশে চলছে। ডিল্যুশন অফ রেফারেন্স(reference) : রোগী ভাবে যে অপরিচিত লোকজন তাকে খেয়াল করছে এবং তার সম্পর্কে কথা বলছে। ডিল্যুশন অফ ইনফ্লুয়েন্স(influence) : রোগী কমপ্লেইন্ট করে,তার চিন্তা ভাবনা বাইরের কারো দিয়ে প্রভাবিত হচ্ছে। ডিল্যুশন অফ ইনফিডেলিটি(infidelity) : জীবনসঙ্গীর চারিত্রিক বিশ্বাসযোগ্যতা নিতে সন্দেহ পোষণ করে। আমাদের দেশের প্রেক্ষাপটে খুব কমন একটা ডিল্যুশন।

নিহিলিস্টিক(nihilistic) ডিল্যুশন : রোগী ভাবতে শুরু করে পৃথিবীতে তার কোন অস্তিত্ব নেই। হাইপোকনড্রিয়াসিস(hypochondriasis) : রোগী মনে করে সে মারাত্মক কোন রোগে আক্রান্ত। খুবই কমন একটি ডিল্যুশন। ডিল্যুশনকে বেশ কিছু গুরুত্বপূর্ণ মানসিক রোগের হলমার্ক হিসেবে ধরা হয়,যেমন- সিজোফ্রেনিয়া(schizophrenia),ম্যানিয়া(mania) এবং ডিপ্রেসিভ ডিজর্ডার(depressive disorder)। আরো ভালভাবে জানুন, Psychiatry for Medical Students কেমন লাগলো,জানাবেন।


 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।