আ মা র আ মি
প্রতি শনিবার এন টিভিতে রাত সাড়ে ১১ টায় প্রচারিত হয় Ha-show। কৌতুক দিয়ে সাজানো অনুষ্ঠানটা উপস্থাপনা করছে আমার এক বড় ভাই ইয়াফি ভাই। সেদিন কথা হচ্ছিলো তার সাথে অনুষ্ঠানটা নিয়ে। তিনি জানালেন, অনুষ্ঠানটা নিয়ে নানা সীমাবদ্ধতার কথা। এ অনুষ্ঠানটার আদল খানিকটা কলকাতার মীরাক্কেলের মত হলেও এ অনুষ্ঠানটা অতটা জমানো সম্ভব হয়নি এখনো।
আসলে এ কথা তো সত্য যে মানুষকে হাসানো আসলেই অনেক কঠিন। আর এদিকে রয়েছে অনুষ্ঠানের কৌতুক নিয়ে সেন্সরের খড়গ। আমি ব্লগেও খেয়াল করেছি ১৮+ কৌতুকেই মানুষ মজা পায় বেশি, কিন্তু ১৮+ কৌতুক এ অনুষ্ঠানে নিষিদ্ধ। আবার কোন বিষয়ে যদি সামান্যতম ধর্মীয় অনুভুতিতে আঘাত পাবার বিষয় হয়ে যায় তাহলে সে কৌতুকতো অবশ্যই বাদ, কোন মিডিয়াই চায় না প্রথম আলোর মত বিপদে পড়তে। সব মিলিয়ে পানসে কৌতুকগুলোই অভিনয়ে কথাবার্তায় খানিকটা লবন আর ঝাল মিশিয়ে একটু মজার করে পরিবেশনের চেষ্টা করছে প্রতিযোগিরা।
যাই হোক, ইয়াফি ভাইয়ের উপস্থাপনায় এটাই প্রথম টিভি অনুষ্ঠান, সুতরাং দর্শকদের মতামত তার জন্য আসলেই অনেক গুরুত্বপূর্ণ। আমার এ পোস্টটা সে কারনেই। তিনি নিজেও এই ব্লগের একজন পাঠক। অনুষ্ঠানটা আসলে কেমন হচ্ছে সে বিষয়ে এই ব্লগের ব্লগারদের মতামত জানার ইচ্ছা তার।
কেমন লাগছে Ha-show আপনাদের কাছে?
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।