আমাদের কথা খুঁজে নিন

   

তিন উপজেলায় তিন হাজার ভুয়া পরীক্ষার্থী



তিন উপজেলায় তিন হাজার ভুয়া পরীক্ষার্থী প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় কুড়িগ্রামের তিন উপজেলায় অন্তত তিন হাজার ভুয়া পরীক্ষার্থী সনাক্ত হয়েছে। এদের প্রায় সবাই সরকারি অর্থায়নে বেসরকারি সং¯’া (এনজিও) পরিচালিত আনন্দ স্কুলের শিক্ষার্থী। ঝরে পড়াদের জন্যই সমন্বিত শিক্ষা প্রকল্প (রক্স) এর আওতায় সান্ধ্যকালীন এই স্কুলের ব্যব¯’া। মঙ্গলবার এক যোগে প্রাথমিক ও মাদ্রাসার এবতেদায়ি শিক্ষা সমাপনী শুর“ হয়। সারা দেশে পরীক্ষার্থীর সংখ্যা প্রায় ২৫ লাখ।

তবে প্রথমদিন পরীক্ষায় অনুপ¯ি’ত ছিলো প্রায় আড়াই লাখ শিক্ষার্থী। পরীক্ষার দ্বিতীয়দিন বুধবার পর্যন্ত বিভিন্ন ¯’ানে বেশ কয়েকজন ভুয়া পরীক্ষার্থী ধরা পড়েছে। তাদের অনেককে জরিমানা করা হয়। প্রসাশনের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, কুড়িগ্রামের নয়টি উপজেলার মধ্যে সদর, চিলমারী ও রাজিবপুর উপজেলায় আনন্দ স্কুল কর্মসূচি রয়েছে। এই কর্মসূচির আওতায় সাত থেকে ১৪ বছর বয়সী সুবিধাবঞ্চিত ও ঝরে পড়াদের প্রাথমিক শিক্ষা দেওয়া হয়।

এই তিনটি উপজেলায় আনন্দ স্কুলের ১১ হাজার ২৪ পরীক্ষার্থীর মধ্যে ৩ হাজারের বেশি ভুয়া বলে ধরা পড়েছে। এই স্কুলগুলো থেকে øাতক ও মাধ্যমিক বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণীর, এমনকি সরকারি-বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতীয় শ্রেণীতে পড়া শিক্ষার্থীকে সমাপনী পরীক্ষায় আনন্দ স্কুলের পরীক্ষার্থী হিসেবে পাঠানো হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তারা অভিযোগ পাওয়ার পর ভুয়া পরীক্ষার্থীদের ২৩ জনকে আটক করে মুচলেকা নিয়ে অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেন। এছাড়া বহিষ্কার করা হয়েছে ২১৬ জনকে। ভুয়া পরীক্ষার্থী সনাক্ত শুর“র পর তিন হাজারের বেশি ছাত্র-ছাত্রী পরীক্ষা দিতে এসে কেন্দ্র থেকে পালিয়েছে।

এদের অনুপ¯ি’ত হিসেবে দেখানো হয়েছে। এ বিষয়ে কুড়িগ্রাম জেলা প্রশাসক মো. হাবিবুর রহমান বলেন, “ভুয়া পরীক্ষার্থীর বিষয়টি আমাদের নজরে এসেছে। আনন্দ স্কুলগুলো সরেজমিন তদন্ত করে প্রতিবেদন দিতে সংশ্লিষ্ট ইউএনওদের বলা হয়েছে। ” রাজিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল কাদের জানান, তার এলাকায় তিনটি কেন্দ্রে আনন্দ স্কুলের পরীক্ষার্থী ছিল ৮০৩ জন। এর মধ্যে এখন পরীক্ষা দি”েছ মাত্র ১২১ জন।

ভুয়া হওয়ায় বাকিরা পরীক্ষা দি”েছ না বলে মনে করেন তিনি। ইউএনও জানান, এর মধ্যে সাতজনকে আটক করে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। এরা সবাই শিকারপুর রেজিষ্টার্ড প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্র। চিলমারীর ইউএনও মো. এনামুল হক জানান, এ উপজেলায় ৬টি কেন্দ্রে আনন্দ স্কুলের ৫ হাজার ২৫১ জন পরীক্ষার্থীর মধ্যে ৩ হাজার ৮২৪ জন পরীক্ষা দি”েছ। ভুয়া পরীক্ষার্থী সনাক্তের খবর জেনে বাকিরা পরীক্ষা দিতে আসেনি।

তিনি জানান, চার ছাত্র ও দুই ছাত্রীকে আটক করে পরে ছেড়ে দেওয়া হয়। এদের মধ্যে একজন কুড়িগ্রাম সরকারি কলেজের øাতক প্রথমবর্ষের ছাত্র, একজন চিলমারী কলেজের øাতক (পাস) প্রথমবর্ষের ছাত্র এবং অন্যরা মাধ্যমিক বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণীর ছাত্র-ছাত্রী। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাঈদ কুতুব জানান, তিনি ১৪৭ জনকে বহিষ্কার এবং ১০ জনকে আটক করেছেন। এ উপজেলার ১৫টি কেন্দ্রে আনন্দ স্কুলের ৪ হাজার ৯৭০ জনের মধ্যে ৩ হাজার ৫২৮ জন পরীক্ষা দি”েছ। শিক্ষা কর্মকর্তারা জানান, প্রতিটি আনন্দ স্কুল ২০ থেকে ৩৫ জন শিক্ষার্থী নিয়ে চলছে।

প্রথম থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত প্রত্যেক শিক্ষার্থীকে মাসে ৫০ টাকা ও বছরে একবার পোশাক বাবদ ২০০ টাকা দেওয়া হয়। চতুর্থ ও পঞ্চম শ্রেণীর প্রত্যেক শিক্ষার্থীকে মাসে দেওয়া হয় ৬০ টাকা। বছরে একবার পোশাক বাবদ দেওয়া হয় ২৫০ টাকা। প্রতিটি স্কুল পরিচালনা কমিটি একবার পা”েছ ২ হাজার টাকা। স্কুলগুলো দেখভাল করার এনজিও পা”েছ প্রতিবছর শিক্ষার্থীপ্রতি ১০০ টাকা।

এছাড়া প্রশিক্ষণ দেওয়ার জন্য এনজিও পা”েছ বছরে স্কুলপ্রতি ১ হাজার ২০০ টাকা। ঢাবি গ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ ইউনিটের অধীন ব্যবসা শিক্ষা অনুষদে øাতক সম্মান প্রথম বর্ষে ভর্তির পরীক্ষা হয়েছে শুক্রবার। সকাল ১০টায় শুর“ হওয়া এ পরীক্ষা চলে বেলা ১১টা পর্যন্ত। ৯৩৩ আসনের বিপরীতে এ পরীক্ষায় অংশ নিয়েছে ৩২ হাজার ৮৬৮ জন শিক্ষার্থী। এ পরীক্ষায় মোবাইল ফোন বা ইলেকট্রনিক গ্রাহক যন্ত্র সঙ্গে নিয়ে হলে প্রবেশ করায় নিষেধাজ্ঞা ছিলো।

গত ২৯ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের খ-ইউনিটের ভর্তি পরীক্ষায় মোবাইল ফোন প্রযুক্তি ব্যবহার করে অসদুপায় অবলম্বনের অভিযোগে আটজন ছাত্রকে গ্রেপ্তার করে র‌্যাব। ঈদের ছুটি শেষে ইবি খুলছে আজ ঈদুল আজহার ছুটি শেষে কুষ্টিয়ায় অব¯ি’ত ইসলামী বিশ্ববিদ্যালয়ের সব আবাসিক হল শুক্রবার সকালে খুলে দেওয়া হয়েছে। শনিবার সকাল থেকে পূর্ব নির্ধারিত নিয়ম অনুসারে ক্লাসসহ বিশ্ববিদ্যালয়ের সব ধরনের কার্যক্রম শুর“ হবে। বিশ্ববিদ্যালয়ের তথ্য, প্রকাশনা ও জনসংযোগ বিভাগের উপ-পরিচালক মো. গোলাম সাকলাইন বৃহস্পতিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শনিবার থেকে ক্লাস এবং প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম পূর্ব নির্ধারিত নিয়মে শুর“ হবে। বিশ্ববিদ্যালয় প্রভোস্ট কাউন্সিলের সভাপতি আনোয়ার হোসাইন জানান, শুক্রবার সকাল ১০টায় প্রভোস্টদের উপ¯ি’তিতে বিশ্ববিদ্যালয়ের সব আবাসিক হল খুলে দেওয়া হয়েছে।

ওদিকে শিক্ষার্থীদের যাতায়াত সুবিধার্থে সন্ধ্যাকালীন ট্রিপে কুষ্টিয়া-ঝিনাইদহ র“টে বিশ্ববিদ্যালয়ের বাস শুক্রবার থেকেই চালু থাকবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক রেজোয়ানুল ইসলাম। জার্মান কোম্পানিকে জাহাজ দুটি হস্তান্তর জার্মানির গ্রোনা শিপিং লিমিটেডের জন্য নির্মাণ করা পণ্যবাহী জাহাজ দুটি শুক্রবার হস্তান্তর করেছে দেশীয় প্রতিষ্ঠান ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড। বেলা ১১টা ১০ মিনিটে চট্টগ্রাম ড্রাই ডকে জাহাজ দুটি জার্মান প্রতিষ্ঠানটির প্রতিনিধি মার্কু ভেডরের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডের চেয়ারম্যান সাইফুল ইসলাম এবং ব্যব¯’াপনা পরিচালক শাখাওয়াত হোসেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে শিল্পমন্ত্রী দিলীপ বড়–য়া, বিশেষ অতিথি হিসেবে জার্মানির স্টেট সেক্রেটারি অব ফেডারেল ফরেন অফিস মার্টিন বিয়েসেল এবং বাংলাদেশে নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত হোলগার মিশেল উপ¯ি’ত ছিলেন। ১৬০ কোটি টাকা ব্যয়ে নির্মিত জাহাজ দুটির নাম ‘এমএস এ্যামারসাম’ এবং ‘গ্রোনা বিয়েস্সাম’।

দেশীয় প্রকৌশলীদের তত্ত্বাবধানে আইস-ক্লাস পণ্যবাহী এ জাহাজ দুটি চট্টগ্রামের পশ্চিম পটিয়ায় ওয়েস্টার্ন মেরিনের নিজস্ব কারখানায় নির্মাণ করা হয়। বাংলাদেশে নির্মিত পণ্যবাহী জাহাজের মধ্যে এ দুটি সর্ববৃহৎ বলে দাবি করছেন নির্মাতা প্রতিষ্ঠানের কর্মকর্তারা। জাহাজ হস্তান্তর নিয়ে বৃহস্পতিবার চট্টগ্রামে এক সংবাদ সম্মেলনে ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডের চেয়ারম্যান সাইফুল ইসলাম জানান, ১০০ মিটার দীর্ঘ ও ৫ হাজার ২০০ ডিডব্লিউটি আইস-ক্লাস মাল্টিপারপাস জাহাজ দুটি হিমশীতল ও প্রতিকূল পরিবেশে চলাচলে সক্ষম। ওয়েস্টার্ন মেরিন জার্মানির গ্রোনা শিপিংয়ের জন্য আরো ১০টি একই ধরনের জাহাজ নির্মাণ করছে বলেও তিনি জানান। প্রতিষ্ঠানের কর্মকর্তারা জানান, জাহাজ দুটি নির্মাণে প্রায় তিন হাজার মেট্রিক টন আইস-ক্লাস স্টিল ব্যবহৃত হয়েছে।

জাহাজের মরিচা প্রতিরোধ ও সৌন্দর্য বর্ধনে ব্যবহৃত হয়েছে ২৪ হাজার লিটার সিগমা পেইন্ট। ২০০৯ সালে জাহাজ দুটির নির্মাণ কাজ শুর“ হয়। শেষ হতে লাগে ১০ লাখ কর্মঘণ্টা। গত ১৫ নভেম্বর জাহাজ দুটির সফল সি ট্রায়াল সম্পন্ন হয়। প্রতিটি জাহাজের কার্গো ধারণ ক্ষমতা ৫ হাজার ২০০ টন।

ঢিমেতালে চলছে অবৈধ বিলবোর্ড উ”েছদ প্রতিবেদক অবৈধ বিলবোর্ড অবিলম্বে উ”েছদ করার জন্য হাইকোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও ঢিমেতালে চলছে উ”েছদ অভিযান। গত ৮ মাসে মাত্র ২৩০টি অবৈধ বিলবোর্ড উ”েছদ করেছে ঢাকা সিটি কর্পোরেশন (ডিসিসি)। গত ১৫ মার্চ রাজধানীর গুলশান এলাকায় বিলবোর্ড পড়ে গিয়ে দুই ব্যক্তি মারা যায়। গত ফেব্র“য়ারিতে বিজয় সরণিতে তিনটি এবং ধানমণ্ডিতে একটি বিলবোর্ড পড়ে গিয়ে হতাহতের ঘটনা ঘটে। গত বছর গাবতলীতেও এ ধরনের একটি ঘটনা ঘটে।

বিলবোর্ড পড়ে গিয়ে প্রাণহানির ঘটনার পর ২১ মার্চ রাজধানীতে সব অবৈধ বিলবোর্ড অবিলম্বে অপসারণের জন্য ডিসিসিকে নির্দেশ দেয় হাইকোর্ট। সিটি কর্পোরেশনের সূত্র মতে, রাজধানীতে প্রায় আড়াই হাজার অবৈধ বিলবোর্ড রয়েছে। আর বৈধ বিলবোর্ড রয়েছে প্রায় ৭০০। তবে বৈধ বিলবোর্ডের কোন তালিকা দিতে পারেনি ডিসিসি। ডিসিসির প্রধান নগর পরিকল্পনাবিদ সিরাজুল ইসলাম গত মার্চ মাসে বলেছিলেন, অবৈধভাবে গড়ে উঠা প্রায় আড়াই হাজার বিলবোর্ড-মেগা সাইন ঝূঁকিপূর্ন অব¯’ায় রয়েছে।

যে কোন সময় এগুলো পড়ে গিয়ে দূর্ঘটনা ঘটতে পারে। সিরাজুল ইসলাম সে সময় ডিসিসির বিলবোর্ড বিষয় দেখভালের দায়িত্বে ছিলেন। হাইকোর্ট অবৈধ বিলবোর্ড অবিলম্বে অপসারণের নির্দেশ দেওয়ার পর ডিসিসি উ”েছদ অভিযান শুর“ করে। প্রতি সপ্তাহে দুই দিন এ কার্যক্রম পরিচালনা হতে থাকে। তবে গত ৮ মাসে মাত্র ২৩০টি অবৈধ বিলবোর্ড উ”েছদ করে ডিসিসি।

প্রধান নগর পরিকল্পনাবিদ সিরাজুল ইসলামকে গত মে মাসে বিলবোর্ডের দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে নতুন দায়িত্ব দেওয়া হয় প্রধান বর্জ্য ব্যব¯’াপক বিপিন কুমার সাহাকে। ডিসিসি অবৈধ বিলবোর্ড উ”েছদ অভিযান চালালেও নামেমাত্র কাজ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া যায়। বিলবোর্ডগুলোর সামান্য অংশ ভেঙ্গে তা অপসারণ হিসেবে দেখানো হয়। রাজধানীর কলাবাগান মোড়ে গত এপ্রিল মাসে ‘উ”েছদ’ করা বিলবোর্ড দীর্ঘ দিন ধরে অর্ধেক ভাঙ্গা অব¯’ায় রয়েছে। একই অব¯’া দেখা গেছে ঢাকা বিশ্বিবিদ্যালয়ের টিএসসি মোড়ে সোহরাওয়ার্দী উদ্যানের ফটকের সামনে।

রাজধানীর কুড়িল ও গুলশান এলাকায় উ”েছদ অভিযানের পর থেকে অনেক বিলবোর্ড অর্ধেক ভাঙ্গা অব¯’ায় রয়েছে। শুধু বিজ্ঞাপনের অংশটুকু ভেঙ্গে ফেলে দায়িত্ব শেষ করছে ডিসিসি। এসব বিলবোর্ড যে কোন সময় ভেঙ্গে পড়ে ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। বিলবোর্ড ব্যবসায়ীরা সিটি কর্পোরেশনের কাছ থেকে নির্ধারিত ¯’ান ইজারা নিয়ে এ ব্যবসা পরিচালনা করে থাকেন। তবে বেশীরভাগ ক্ষেত্রেই ব্যবসায়ীরা নিয়মনীতি না মেনে যেখানে সেখানে বিলবোর্ড ¯’াপন করেন বলে অভিযোগ রয়েছে।

সিটি কর্পোরেশন সাধারণত: বিলবোর্ডের জন্য নির্ধারিত ¯’ান প্রতিবর্গফুট ৫০ টাকা থেকে ১০০ টাকায় এক বছরের জন্য ইজারা দিয়ে থাকে। বিলবোর্ড ওনার্স এসোসিয়েশনের সভাপতি রফিকুল ইসলাম বলেন, “ডিসিসি সৎভাবে কাজ করলে এ অব¯’া হোতো না। এক বছরের মধ্যে রাজধানীতে সব অবৈধ বিলবোর্ড অপসারণ করা যেতো। নাম প্রকাশে অনি”ছুক একজন বিলবোর্ড ব্যবসায়ী বলেন, “অবৈধ বিলবোর্ড উ”েছদ করলে ডিসিসির কর্মকর্তা-কর্মচারীরা অবৈধ অর্থ পাবে না। তাদেরকে একটি অবৈধ বিলবোর্ডের জন্য বছরে ৩০ থেকে ৪০ হাজার টাকা দিতে হয়।

এজন্য বিলবোর্ড উ”েছদে ডিসিসি’র জোড়ালো কোন উদ্যোগ নেই। বিপিন কুমার সাহা বলেন, “দায়িত্ব পাওয়ার পর তিনি ১৪০টির মত অবৈধ বিলবোর্ড উ”েছদ করেছেন। এর আগে উ”েছদ করা হয়েছে ৯০টি। ” তিনি বলেন, “রাজধানীতে বিভিন্ন ভবনের ওপর থেকে বিলবোর্ড অপসারণের ব্যাপারে হাইকোর্টে একটি রিট আবেদন রয়েছে। তাই সেগুলো অপসারণ করা যা”েছ না।

অবশ্য অনান্য অবৈধ বিলবোর্ড উ”েছদে অভিযান চলছে। ” বিলবোর্ড অপসারণের নামে দায়সারাভাবে কাজের অভিযোগ প্রসঙ্গে বিপিন কুমার বলেন, “যেসব ¯’ানে দায়সারা কাজ হয়েছে সেসব ¯’ানে অবৈধ বিলবোর্ডগুলো অপসারণের ব্যব¯’া করা হবে। ” তিনি বলেন, “বর্তমানে ১৬’শ থেকে ১৭’শ অবৈধ বিলবোর্ড থাকতে পারে। তবে এ ব্যাপারে সঠিক পরিসংখ্যান নেই। ” বৈধ বিলবোর্ডের সংখ্যার ব্যাপারে বিপিন কুমার সাহা বলেন, “এই সংখ্যা ৭০০ এর মত।

তবে বৈধ বিলবোর্ডের তালিকা বর্তমানে একসাথে করা নেই। শিগগিরই বৈধ বিলবোর্ডের তালিকা ডিসিসির ওয়েবসাইটে দিয়ে দেওয়া হবে। ” অবৈধ বিলবোর্ড অপসারণে ধীরগতির ব্যাপারে বিপিন কুমার সাহা বলেন, “ডিসিসির সামর্থ্য অনুযায়ী উ”েছদ অভিযান চালানো হ”েছ। লোকবল ও যন্ত্রপাতির অভাব রয়েছে। বিলবোর্ড ব্যবসায়ীদের কাছে এ ব্যাপারে সহযোগিতা চাওয়া হয়েছে।

” কবে নাগাদ সব অবৈধ বিলবোর্ড উ”েছদ করা সম্ভব হবে তার নির্দিষ্ট কোনো সময়সীমা জানাতে পারেননি বিপিন কুমার সাহা। বিলবোর্ড ওনার্স এসোসিয়েশনের সভাপতি রফিকুল ইসলাম বলেন, “অনেক অবৈধ বিলবোর্ড অপসারণ করা হয়েছে। আবার অবৈধভাবে ¯’াপিত বিলবোর্ড অনেকে ভাড়া দিয়ে বৈধ করে নি”েছন। ” বেশ কয়েকজন বিলবোর্ড ব্যবসায়ী অভিযোগ করে বলেছেন, অবৈধ বিলবোর্ড অপসারণে সিটি কর্পোরেশনের আন্তরিকতার অভাব রয়েছে। ‘শহীদ চিৎকার করে বলে বাঁচতে চাই’ “ধানক্ষেতে ক্রলিং করে এগুনোর সময় দেখি সামনেই গুলিবিদ্ধ শহীদ।

তাকে পিঠে তুলে নিয়ে এগিয়ে যাই। হঠাৎ জ্বলে ওঠে পাক সেনাদের সার্চ লাইট। তিনজন পাকিস্তানি জোয়ান এসে বেয়নেট চার্জ করে শহীদের ওপর। শহীদ চিৎকার করে বলে আমি বাঁচতে চাই। কিš‘ বাঁচতে পারেনি।

” কুমিল্লার চৌদ্দগ্রামের বেতিয়ারায় পাকবাহিনীর সঙ্গে সম্মুখযুদ্ধে মুক্তিযোদ্ধা শহীদউল্লাহ সাউদের মারা যাওয়ার বিবরণ এভাবেই তুলে ধরেন সহযোদ্ধা শুক্কুর মাহমুদ। শিশু সংগঠন খেলাঘর বৃহস্পতিবার সমাবেশ, স্মৃতিচারণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে বেতিয়ারা শহীদ দিবস পালন করে। ১৯৭১ সালের ১১ নভেম্বর রাতে বেতিয়ারায় ওই যুদ্ধে আরো আটজন মুক্তিযোদ্ধা শহীদ হন। শহীদউল্লাহ সাউদ ছিলেন খেলাঘরের কর্মী। মুক্তিযুদ্ধ জাদুঘরের উন্মুক্ত মঞ্চে খেলাঘরের সভাপতি মাহফুজা খানমের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিজ্ঞান ও তথ্য যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমান।

সিপিবির সভাপতি ও মুক্তিযুদ্ধকালীন ন্যাপ-কমিউনিস্ট পার্টি-ছাত্র ইউনিয়নের গেরিলা বাহিনীর কমান্ডার মঞ্জুর“ল আহসান খান, ডেপুটি কমান্ডার মীর মোশাররফ হোসেন, খেলাঘরের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আজিজ ও সাধারণ সম্পাদক লেলিন চৌধুরী বেতিয়ারা যুদ্ধের স্মৃতিচারণ করে বক্তব্য দেন। অনুষ্ঠানে বেতিয়ারা যুদ্ধে অংশগ্রহণকারী খেলাঘরের সকল মুক্তিযোদ্ধাকে ফুল দিয়ে বরণ করা হয়। ইয়াফেস ওসমান বলেন, দেশ স্বাধীন হলেও আজো অর্থনৈতিক এবং সাংস্কৃতিক মুক্তি আসেনি। মঞ্জুর“ল আহসান খান বলেন, “দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের বির“দ্ধে ষড়যন্ত্র হলে তর“ণ প্রজন্ম তা র“খে দেবে। তিনি বলেন, যুদ্ধাপরাধীদের চিতায় তোলা হলে শহীদদের আত্মা শান্তি পাবে।

” মুক্তিযোদ্ধা মাহফুজুর রহমান তার প্রতিক্রিয়ায় বলেন, “মুক্তিযোদ্ধারা ভিক্ষা করে শুনলে মরে যেতে ই”েছ হয়। তিনি সব মুক্তিযোদ্ধার পুনর্বাসনের পাশাপশি কেন্দ্রীয়ভাবে মুক্তিযোদ্ধাদের জন্য একটি কবর¯’ানের দাবি জানান। ” দমকল বাহিনীর গাড়ি ভাংচুরের অভিযোগে মামলা দমকল বাহিনীর গাড়ি ভাংচুরের অভিযোগে গাজীপুরের শ্রীপুর থানায় অজ্ঞাতপরিচয় কয়েকজনকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, মঙ্গলবার দুপুরে শ্রীপুর উপজেলার রাজাবাড়ি এলাকায় বাস চাপায় দুই কলেজ ছাত্র নিহত হওয়ার জেরে বিক্ষুব্ধরা দুর্ঘটনার জন্য দায়ী যাত্রীবাহী বাসটিতে ভাংচুর চালিয়ে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে আগুন নেভানোর জন্য গাজীপুর দমকল বাহিনীর কর্মীরা ঘটনা¯’লে গেলে তারা তাদের বাধা দেয় এবং কয়েকজন যুবক ইট-পাটকেল ছুড়ে দমকলের একটি গাড়ির সামনের কাচ (উইন্ড শিল্ড গ্লাস) ভেঙে দেয়।

শ্রীপুর থানার ওসি নাজমুল হাসান ভুইয়া জানান, এ ঘটনায় গাজীপুর দমকল বাহিনীর জেষ্ঠ্য কর্মকর্তা আবু জাফর আহমেদ বাদি হয়ে বৃহস্পতিবার রাতে অজ্ঞাতপরিচয় কয়েকজনকে আসামি করে অগ্নিপ্রতিরোধ ও নির্বাপন আইন-২০০৩ এর ১৯ ধারায় একটি মামলা দায়ের করেছেন। তবে বাস পোড়ানো ও ভাংচুরের ঘটনায় কোনো মামলা হয়নি। ওদিকে বৃহস্পতিবার দুপুরে গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের মিলনায়তন কক্ষে ত্রি-পক্ষীয় এক বৈঠকে পরিবহন সমিতি নিহত ছাত্রদের পরিবারকে ১ লাখ ৩০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদানের সমঝোতা ও মামলা না করার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন গাজীপুর জেলা বাস-মিনিবাস সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি আলহাজ মো. সামসুদ্দিন সরকার। ওসি নাজমুল আরো জানান, মটর সাইকেলে রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের আমিনুল ইসলাম (২৬) ও শ্রীপুরের ধলাদিয়া কলেজের ছাত্র খোকন খান (২৪) তাদের আত্মীয়ের বাড়ি বেড়াতে যা”িছলেন। পথে রাজাবাড়ি এলাকায় কিশোরগঞ্জ থেকে ঢাকাগামী অনন্যা ক্লাসিক পরিবহনের একটি বাস তাদের মটর সাইকেলকে চাপা দেয়।

এতে ঘটনা¯’লেই তারা মারা যান। ব্রাহ্মণবাড়িয়ায় গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৩০ ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ফান্দাউক ইউনিয়নের কামাল দিঘীর পাড়ে শুক্রবার সকালে খাস জমি দখলকে কেন্দ্র করে দু’দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছে। আহদের মধ্যে ১০জনকে নাসিরনগর উপজেলা স্বা¯’্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। নাসিরনগর থানার ওসি গোলাম ফার“ক জানান, শুক্রবার সকালে কামাল দিঘীর পারের একটি খাস জমি নিয়ে আমীর আলী এবং শাহরাজ মেম্বারের মধ্যে প্রথমে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তাদের সমর্থকরা সংঘর্ষে জড়িয়ে পরে।

নাসিরনগর থানা পুলিশ ঘটনা¯’লে গিয়ে পরি¯ি’তি নিয়ন্ত্রণে আনে। এলাকায় দাঙ্গা পুলিশ মোতায়েন করা হয়েছে।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।