রাসেল.নেট এর ব্লগে আপনাকে স্বাগতম।
আপনাদের মনে করে দেওয়ার জন্য এই পোষ্টটি লিখলাম। আপনার সুন্দরবন যদি বিশ্বের ৭ টি আশ্চর্যের একটা হয় তাহলে বিষয়টি কেমন লাগবে একটু ভাবুনতো। আপনি হয়ত সুন্দরবনকে ভোট দিয়েছেন। কিন্তু যারা এখনও ভোট দেননি তারা এখুনি ভোট দিন।
আর যারা ভোট দিয়েছেন তারা আবার নতুন ইমেইল এর মাধ্যমে ভোট দিন এবং সুন্দরবনকে বিশ্বের ৭ টি আশ্চর্যের একটা করে ফেলুন।
ভোটদিন নিচের সাইট থেকে
১. http://www.n7w.com
২. http://www.vote7.com
অথবা, ফোন করুন +৪১৭৭৩১২৪০৪১
১ টি বার্তা শোনা যাবে , তার পর ৭৭২৪ কি চাপুন। এটি সুন্দরবনের কোড নম্বর।
বাংলাদেশের সুন্দরবনের অবস্থান ৮। সুন্দরবনকে ৭ এর মধ্যে নিয়ে যেতে ভোট দিন।
যারা সুন্দরবন কে বিশ্বের ৭ টি আশ্চর্যের একটি করার জন্যে ভোট দিচ্ছেন তাদের কে তো আরও ৬ টা ভোট দিতে হচ্ছে অন্য কিছুর জন্যে। তারপর ভাবলাম যদি সুন্দরবন ছাড়াও আরো কয়েকটা স্থান কে ভোট দেয় তা হলে তো লস হয়ে যাবে। তাই মাথায় একটা বুদ্ধি আসলো।
নিচের ছবি তে দেখেন যে গুলোর র্যাঙ্ক সুন্দরবনের পরে সেই গুলো কে ভোট দেবেন তা হলে সুন্দরবনের আরো এগিয়ে যাওয়ার সুযোগ আছে। তবে ভুলেও সুন্দরনের আগে যে গুলো আছে সেই গুলো কে ভোট দেবেন না।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।