আমাদের কথা খুঁজে নিন

   

আর একটাও হরতাল চাই না

জীবন বুনে স্বপ্ন বানাই মানবজমিনে অনেক চাষ চাই

আমাদের দেশে দুই দলই বিরোধী দলে গেলে হরতাল ডাকেন। আবার সরকারী দলে থাকলে হরতালের বিপক্ষে কথা বলেন। একই কর্মী বিরোধী দলে থাকলে পিকেটার হন এবং সরকারী দলে থাকলে হরতালবিরোধী মিছিল বের করেন। কেবল ক্ষমতায় থাকা বা না থাকার কারণেই তাদের হরতাল সম্পর্কে দৃষ্টিভঙ্গি পুরো উল্টে যায়। এইখানে তাদের কোন আদর্শ নাই।

আওয়ামী লীগ কিংবা বিএনপি - যারাই বিরোধী দলে থাকেন - তারা দেশের ও জনগণের স্বার্থে হরতাল আহবান করেন। রাজনৈতিক দলের বাইরে দেশের প্রতিটি মানুষ হরতালকে ঘৃণা করেন। কিন্তু যারা রাজনীতি করেন, তারা কথাটা আমলে নেন না। তবে রাজপথে যারা হরতালের জন্য লড়াই করেন, হরতালের দিনও তাদের মিল কারখানা বন্ধ থাকে না। এমনকি সুযোগ পেলে তারা নিজেদের ব্যবসা প্রতিষ্ঠানও খোলা রাখেন।

তার মানে হল, তাদের হরতাল হল লোক দেখানো একটা রাজনৈতিক খেলা মাত্র। এই খেলার সঙ্গে তাদের ক্ষমতা হারানোর জেদ ও ক্ষমতা ফিরে পাওয়ার লিপ্সা ছাড়া দেশ ও জনগণের কোন স্বার্থ নাই। হরতাল সম্পর্কে তাদের কোন আদর্শিক অবস্থানও নাই। দেশের মানুষ স্বতস্ফুর্তভাবে কোন হরতাল করে না, তাদের জোর করে হরতাল করানো হয়। হরতালের আগের রাতে কিছু রাজনৈতিক ক্যাডার বা দুর্বৃত্ত ভাড়া করে তাদের দিয়ে গাড়িতে আগুন দিয়ে আতংক সৃষ্টি করা হয়।

খোদার কসম, যদি আতংক তৈরি করা না হয়, তবে দেশে কোন হরতাল করবে না জনগণ। সাধারণ মানুষ কাজ করে খেতে চায়। তারা চায় তাদের জীবনযাত্রার উন্নতি, অর্থনৈতিক সমৃদ্ধি। তারা হরতাল চায় না। বিরোধী দলে গেলেই হরতাল করে জনদুর্ভোগ সৃষ্টির এই রীতির অবসান হওয়ার দরকার।

আওয়ামী লীগ ও বিএনপি উভয় দলকেই এই সত্যটা বুঝতে হবে। আর একটাও হরতাল চাই না। আর একটাও হরতাল চাই না। আর একটাও হরতাল চাই না। আর একটাও হরতাল চাই না।

আর একটাও হরতাল চাই না। আর একটাও হরতাল চাই না। আর একটাও হরতাল চাই না। আর একটাও হরতাল চাই না। আর একটাও হরতাল চাই না।

আর একটাও হরতাল চাই না। আর একটাও হরতাল চাই না। আর একটাও হরতাল চাই না। আর একটাও হরতাল চাই না। আর একটাও হরতাল চাই না।

আর একটাও হরতাল চাই না। আর একটাও হরতাল চাই না। আর একটাও হরতাল চাই না। আর একটাও হরতাল চাই না। আর একটাও হরতাল চাই না।

আর একটাও হরতাল চাই না। আর একটাও হরতাল চাই না। আর একটাও হরতাল চাই না। আর একটাও হরতাল চাই না। আর একটাও হরতাল চাই না।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।