আমাদের কথা খুঁজে নিন

   

ভাঙ গাড়ি



আপনি কি কোন গাড়ির মালিক?আপনার কি কোন বাস,কার অথবা কমপক্ষে একটি হোন্ডা আছে?আপনাকে কি প্রায়ই ইউনিভার্সিটি অথবা কলেজের পাশ দিয়ে যেটে হয়?আপনাকে কি কাজের কারনে গুলিস্তান,নয়াপল্টন,যেতে হয়?আপনার যাওয়ার পথে কি কোন গার্মেন্টস পড়ে?...... তবে অবশ্যই গাড়ির ইনসুরেন্স করে নিবেন। সম্ভব হলে লাইফ ইনসুরেন্স। যে কোন মুহুর্তে আপনি ভাঙচুরের সামনে পড়তে পারেন। কিছু বুঝে উঠার আগেই দেখবেন আপনার সাধের গাড়ি চোখের পলকে চুরমাচুর!দেখবেন,এক দল উগ্রমুর্তি যুবক লাঠি সড়কি হাতে ছন্দে ছন্দে আপনার উপর ঝাপিয়ে পড়েছে। আপনি তাদের জীবনে কোনদিন দেখেননি।

আপনিও তাদের আপরিচিত। তবে কেন এই ধ্বংসযজ্ঞ? ১। হতে পারে শিক্ষাপ্রতিষ্ঠানে বেতন বাড়ানো হয়েছে। ২। হতে পারে কোন তরুণ মেধাবি ছাত্র ভাই এই সড়কে ঘন্টা তিনেক আগে কোন গাড়ির ধাক্কায় আহত হয়েছেন।

৩। হতে পারে কোন গার্মেন্টস এ শ্রমিক ভাই বোনেরা বেতন পাননি কয়েক মাস। ৪। হতে পারে কোন রাজনৈতিক দলের শান্ন্তিপুর্ন সভা চলছিল গুলিস্তান, পল্টনে। তার আশেপাশে কোন রিকশার টায়ার বার্ষ্ট হয়েছে কিম্বা বিকট কোন আওয়াজ হয়েছে।

স্বাভাবিক কারনে এই সব মানুষেরা ক্ষুদ্ধ। আর জানেনতো, মনোবিজ্ঞানিরা বলেন,মনের রাগ কখনো চেপে রাখতে হয়না। তাইতো এত গাড়ি ভাঙচুর!আর বাঙালি গাড়ি ভাঙায় দুর্বল,এত বড় অপবাদ অতি বড় শত্রুও দিতে পারবেনা। ঘটনা যাই হোক আমরা বাছবিচার ছাড়াই শত শত গাড়ি ভাঙতে পারি অনায়াসে। পারি মনের রাগ সব ঝেড়ে ফেলে,মনটাকে সুস্থ রাখতে।

ভাঙ গাড়ি......

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।