আমি একজন নিরিহ মানুষ
কবি স্বপ্নকে জন্ম দেয়, সুন্দরের উৎকর্ষতা আবিস্কার করে
তাহমীদ আবরার
ভাবি, রাত্রি নিঝুম হলে একা একা
যখন সমস্ত মানুষ আর মানুষেরা লুটিয়ে পড়ে ঘুমের কোলে;
হয়তোবা কেউ কেউ স্বপ্নেও বিভোর থাকে, আবার কেউবা অচেতন।
তখন আমি একাকী ভাবি-
আমার জীবন ও যৌবনের গতিপথ;
আমিওতো মানুষের মতো গভীর ঘুমে লুটিয়ে পড়তাম।
কিন্তু পড়িনি। কেন পড়িনি?
আমি কি তাহলে মানুষের কাতারে সাড়ি বদ্ধ নই?
যদি তাই হয় তাহলে কেন সবাই ঘুমিয়ে স্বপ্ন দেখে আর আমি জেগে
কবিতা লিখি কিংবা ভবিষ্যত নিয়ে---------------
যখন ভাবতে ভাবতে সমস্ত কিছু কোন এক সময় এলোমেলো হয়ে যায়
তখন আমার অন্তরদৃষ্টি ভিডিও ফুটেজের মতো আমার ভাবনাগুলির ইকুয়াল দেখায়
আমি আতকে উঠি এবং আমি স্বীকার করি আমি কবি
কবি বলে কি তার ঘুম নেই?
মানুষ আর কবির মধ্যে তফাত কোথায়?
আমি ও আমার অন্তরদৃষ্টির কথকপথনের এক পর্যায় গাইবি আওয়াজে শুনতে পাই
মানুষ গুছালো থেকে স্বপ্নের সিড়ি বেয়ে উপরে ওঠে, সুন্দরের বন্ধনে আবদ্ধ হয়ে সুন্দরকে উপভোগ করে
আর কবি অগুছালো থেকে মানুষকে স্বপ্ন দেখায়, অসুন্দরের মাঝে সুন্দরকে চিনতে শেখায়, শেখায়-
ভালোবাসার যতসব কথকথা
মানুষ কবির দেখানো ভবিষ্যত কিংবা শেখানো সুন্দর নিয়ে আরাম আয়েশে ঘুমিয়ে থাকে
কবি রাত জেগে জেগে স্বপ্নকে জন্ম দেয় এবং সুন্দরের উৎকর্ষতা আবিস্কার করে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।