শূন্য
কাঁনাকে কাঁনা বলিও না
খোঁড়াকে খোঁড়া
কাঁনাকে কাঁনা বলিলে
কাঁনা মনে কষ্ট পায়
খোঁড়াকে খোঁড়া বলিলে
সেও মনে কষ্ট পায় ।
ছোট বেলায় গুরুজনদের শেখানো এই কথাগুলো বুকে নিয়ে , কখন যে সত্যকে সত্য আর মিথ্যাকে মিথ্যা বলতে ভুলে গেছি জানিনা । তাই আজ আমি আর অকপটে একজন রাজাকারকে রাজাকার আর একজন দালালকে দালাল বলতে পারি না ।
অথচ ঃ
স্বাধীনতার নায়ক নিয়া
ঝগড়া চলে দুরো মিয়া
২৬ আর ১৬ তারিখ
মুক্তিযোদ্ধার নয় ।
বুক ফুলিয়ে চলছে তারা
৭১’এর দালাল যারা
চারিদিকে দেখছি আজি
রাজাকারের জয় ।
অন্ধকারের চিপায় বইসা
পান খাওয়া মুখ লাল করিয়া
দেশের বুকে লাথ্থি মাইরা
পুড়াইছে কত বাড়ী ।
লুটপাট আর ঠেক্ মারিয়া
জিন্নাহ্ সাবরে বাপ ডাকিয়া
ইসলাম রক্ষার নাম করিয়া
করছে ধর্ষণ নারী ।
তাই আজ গুরুজনের সেই শিক্ষাকে ভুলে নতুন করে সত্যকে সত্য আর মিথ্যাকে মিথ্যা বলতে চাই । চিৎকার করে বলতে চাই ঃ
আরে ঐ গোলামের বাচ্চা গোলাম
আরে ঐ দালালের ঘরের দালাল
শালা বেজন্মা
তুই রাজাকার ।
তুই রাজাকান -১ কবিতাটির অডিও লিঙ্ক
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।