আমাদের কথা খুঁজে নিন

   

এক টাকার সোনালী কয়েন



কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলায় সোনালী রঙের এক টাকার কয়েন ক্রয়ে মাঠে নেমেছে শিশু থেকে বিভিন্ন বয়সের মানুষ। উপজেলার বিভিন্ন এলাকায় এসব কয়েন বিক্রি হচ্ছে দশ টাকা থেকে দুইশত টাকা পর্যন্ত। তবে কেউই জানেন না এ কয়েন কি কাজে ব্যবহৃত হচ্ছে। অনেকে বলছেন সিটি গোল্ডের অলংকার তৈরীতে, কেউবা বলছেন এসব কয়েন বিদেশে যাচ্ছে তাই এর মূল্য বেড়েছে। নাগেশ্বরী বাস ষ্ট্যান্ডের একজন ব্যবসায়ী জানান, সকাল ১০ টায় অপরিচিত দুই ব্যক্তি আচমকা তার দোকানে এসে সোনালী রঙের কয়েন কিনতে চাইলে তিনি তার মেয়ের মাটির ব্যাংক ভেঙ্গে ৪৬৫টি কয়েন ২০/- টাকা দরে মোট ৯ হাজার ৩শ টাকায় বিক্রি করেন। কয়েনগুলো নিয়েই তারা দ্রুত সেখান থেকে সটকে পড়ে। বিষয়টি সম্পর্কে কেউ কিছু জানলে দয়া করে জানাবেন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।