হৃদয়ের কথা সূর্যের মত যদি না বলিস ডুবে যাবে সন্ধার জলে...
হা! ঠিক ধরেছেন
এটি একটি ভারতের মুঠুফোনের স্লোগান-
For the People By the People, Use Mobile Save Paper কিংবা Education for all তাদের এ ধরনের অনেক কমার্সিয়াল টিভি এড দেখে আমরা অনেক মজা পাই, কিন্তু আমরা কিনচিৎ চিন্তা করেছিকি এই স্লোগানটুকু একটি জীবনে বা বিশেষ করে দিকবিভ্রান্ত হতাশা গ্রস্থ একটি মানুষকে কতটা পরিবর্তন করতে পারে? আমি ব্যাক্তিগত ভাবে বিশ্বাস করি একটি ভাল অইডিয়া একটি মানুষের জীবনের চেহারা পাল্টে দিতে পারে। পাল্টে দিতে পারে সমাজকেও
আমাদের দেশেও অনেকের জীবনকে পাল্টে দিয়েছে একটি ভাল আইডিয়া এরকম অনেক উদাহরন আছে
এই স্লোগান টি ধরে আপনিও পারেন এগিয়ে যেতে
শেয়ার করুন আপনার অইডিয়া - ব্যাবসা, স্যোসাল ওয়ার্ক, সেবা অন্যান্য যে কোন-
এগিয়ে যান আপনি এবং এগিয়ে যেতে সাহায্য করুন অন্যকেও
আর নিজেকে বলুন হোয়াট এন আইডিয়া স্যাড জী-
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।