আমাদের কথা খুঁজে নিন

   

কবি কাজী নজরুল ইসলাম বেঁচে থাকলে 'মানুষ' কবিতার জন্য তাঁকেও জামাত লাঠি পেটা করত----

আপনাদের সুবিধার জন্য 'মানুষ' কবিতার কিছু লাইন দিলাম। পড়ে দেখুন কবি এখন বেঁচে থাকলে তাঁর কি অবস্থা হত! 'আশিটা বছর কেটে গেল, আমি ডাকিনি তোমায় কভু, আমার ক্ষুধার অন্ন তা ব'লে বন্ধ করনি প্রভু। তব মসজিদ মন্দিরে প্রভু নাই মানুষের দাবী। মোল্লা-পুরুত লাগায়েছে তাঁর সকল দুয়ারে চাবি। কোথা চেঙ্গিস, গজনী-মামুদ, কোথায় কালাপাহাড়? ভেঙে ফেল ঐ ভজনালয়ের যত তালা দেওয়া দ্বার! খোদার ঘরে কে কপাট লাগায়, কে দেয় সেখানে তালা? সব দ্বার এর খোলা রবে, চালা হাতুড়ি শাবল চালা! হায় রে ভজনালয়, তোমার মিনারে চড়িয়া ভণ্ড গাহে স্বার্থের জয়! মানুষেরে ঘৃণা করি' ও' কারা কোরান, বেদ, বাইবেল চুম্বিছে মরি' মরি' ও' মুখ হইতে কেতাব গ্রন্থ নাও জোর করে কেড়ে, যাহারা আনিল গ্রন্থ কেতাব সেই মানুষেরে মেরে, পূজিছে গ্রন্থ ভণ্ডের দল! --- মূর্খরা সব শোনো, মানুষ এনেছে গ্রন্থ; --গ্রন্থ আনেনি মানুষ কোনো। ধর্মান্ধ, তথাকথিত ধর্মের ঠিকাদাররা মাঝে মধ্যে এসবও পড়বেন দয়া করে।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৩ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।