আমাদের কথা খুঁজে নিন

   

এক টাকার মুদ্রা কেনাবেচায় আটক ১০

good

ঢাকা, চট্টগ্রাম ও কুমিল্লায় এক টাকার সোনালী মুদ্রা বেশি দামে কেনাবেচায় জডি়ত ১০ জনকে আটক করেছে পুলিশ। এদের কাছ থেকে কযে়কশ এক টাকার মুদ্রা উদ্ধার করা হয়। মঙ্গলবার সকাল থেকে সোনালী রঙের এ ধাতব মুদ্রাটি বেশি দামে বিক্রির গুজব ছডি়যে় পডে়। বিডিনিউজ টোযে়ন্টিফোর ডটকম কার্যালযে় ফোন করে অনেক পাঠক বিষয়টি সম্পর্কে জানতে চান। রাজধানী থেকে চারজনকে আটক করে পুলিশ এবং র‌্যাব।

এদের তিনজনকে ছেডে় দেওযা় হয়। ঢাকা মহাগর পুলিশের জনসংযোগ কর্মকর্তা গোযে়ন্দা পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার মাসুদুর রহমান বিডিনিউজ টোযে়ন্টিফোর ডটকমকে জানান, পল্লবী থানা এলাকা থেকে আশরাফ, নওশাদ এবং শফিক হাসান নামে তিনজনকে আটক করা হয়। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ২৬টি এক টাকার মুদ্রা। তবে পল্লবী থানার ওসি ইকবাল হোসেন বিডিনিউজ টোযে়ন্টিফোর ডটকমকে জানান, যাদের থানায় আনা হযে়ছিল তারা প্রত্যেকে স্কুলছাত্র। মানবিক দিক বিবেচনা করে তাদের ছেডে় দেওযা় হযে়ছে।

েজগাঁও থানার উপপরিদর্শক ওযা়লিউর রহমান বিডিনিউজ টোযে়ন্টিফোর ডটকমকে জানান, আটক মোকসেদুল নামে এক যুবককে ৬২টি একটাকার সোনালী মুদ্রাসহ র‌্যাব-২ সন্ধ্যায় তাদের থানায় হস্তান্তর করে। র‌্যাব তাকে তেজগাঁও রেল স্টেশনের কাছ থেকে গ্রেপ্তার করে। পুলিশ কর্মকর্তা ওযা়লিউর রহমান জানান, মোকসেদুলকে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেপ্তার করা হবে। চট্টগ্রাম:চট্টগ্রামে সাতজনকে আটকের খবর বিডিনিউজ টোযে়ন্টিফোর ডটকমকে জানান চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) সহকারী কমিশনার (সদর) রেজাউল মাসুদ। , "মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত নগরীর খুলশী থানা পুলিশ ৯০টি কযে়নসহ তিনজন, কোতযা়লী থানায় ৬২টি কযে়নসহ দুইজন, ডবলমুরিং থানায় ৯০টি কযে়নসহ একজন এবং চান্দগাঁও এলাকা থেকে একজনকে আটক করা হযে়ছে।

" ডাবলমুরিং জোনের সহকারী পুলিশ কমিশনার এসএম তানভীর আরাফাত জানান, ওই এলাকা থেকে ৯০টি মুদ্রাসহ সুমন বড়�যা়কে (৩০) গ্রেপ্তার করা হয়। চান্দগাঁও থানার ওসির দাযি়ত্বে থাকা জহিরুল ইসলাম জানান, মুদ্রা বেচা-কেনায় জডি়ত মো. হারুন নামে একজনকে আটক করা হযে়ছে। নগরীর আগ্রাবাদ, লালখান বাজার, চেরাগী পাহাড়, আন্দরকিল�া, বহদ্দার হাট, চান্দগাঁও, মুরাদপুর, চৌধুরীহাট, বন্দর, মতিঝর্ণা, ঝাউতলা ও ওযা়সার মোড়সহ বিভিন্ন স্থানে এ মুদ্রাটি বেচা-কেনা হয়। প্রত্যক্ষদর্শীরা জানায়, একটাকা মূল্যমানের এ মুদ্রাটি ২০ থেকে ১০০ টাকা দামে বিক্রি হযে়ছে। তবে দুপুরের পর পুলিশের টহল জোরদার হওযা়য় ক্রেতারা এসব স্থান থেকে সরে যায়।

নগরীর আগ্রাবাদ এলাকায় আখতারুজ্জামান সেন্টারের সামনে এক ব্যক্তির কাছে ৫০ টাকা দরে ১০টি এক টাকার মুদ্রা বিক্রি করেছেন প্রবীর দাশ নামে এক যুবক। নাম প্রকাশ না করার শর্তে ওই ব্যক্তি বিডিনিউজ টোযে়ন্টিফোর ডটকমকে বলেন, "অনেকেই ৩০-৩৫ বছর বয়সী ওই যুবকের কাছে এক টাকার কযে়ন বিক্রি করেছেন। " এ বিষযে় বাংলাদেশ ব্যাংক চট্টগ্রাম শাখার মহাব্যবস্থাপক নওশাদ আলী চৌধুরী বলেন, "আমরা বিভিন্ন স্থান থেকে খবর পাচ্ছি মুদ্রা বিক্রি হচ্ছে। এটা স্রেফ হুজুগ। এই মুদ্রা বেশিদামে কেনার আমি কোনো কারণ দেখি না।

" তিনি জানান, ১৯৯৮-১৯৯৯ সালে সোনালী রঙের এই ধাতব মুদ্রা প্রথম বাজারে ছাডা় হয়। এই মুদ্রায় তামাসহ বিভিন্ন ধাতুর মিশ্রণ রযে়ছে। বাজারে এ কযে়নের ব্যবহার অনেক কমে গেছে। কুমিল্লা: মঙ্গলবার সকালে শহরে কযে়ন বেচা-কেনার সঙ্গে জডি়ত সন্দেহে দু'জনকে আটক করেছে চকবাজার ফাঁডি়র পুলিশ। আটক হচ্ছে- শহরের সংরাইশের কাসেম হোসেনের ছেলে আরব হোসেন (২৬) ও একই এলাকার শাহালম মিযা়র ছেলে আরমান হোসেন (২৩)।

কোতযা়লী থানার ওসি মহিউদ্দিন মাহমুদ বিডিনিউজ টোযে়ন্টিফোর ডটকমকে বলেন, "তাদের কাছ থেকে এক টাকার ১০১টি মুদ্রা উদ্ধার করা হয়। "এ ব্যাপারে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানান তিনি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।