আমাদের কথা খুঁজে নিন

   

প্রকার-রাজাকার (অপ্রকাশিত আবৃত্তি এ্যালবাম "রাজাকার রাজাকার-২" এর কবিতা)

শূন্য

ঐ যে রাজাকার হবে নাকি সাজা তার গোল টুপি পড়েছে ভন্ডামী করেছে স্বেচ্ছায় এসেছে স্বেচ্ছায় নেচেছে মাঝখানে মা-বোনের ইজ্জত লুটেছে। এই দেখো রাজাকার হয়নি তো সাজা তার মাওলানা সেজেছে বারোটা বেজেছে ধর্মকে ধরেছে উলঙ্গ করেছে মওদুদী নিজামী Homo আজ সেজেছে। আরো আছে রাজাকার দেবো না সাজা যার কোট টাই পড়েছে মন্ত্রীও হয়েছে ছেলেকে দিয়েছে মেয়েকে নিয়েছে দশ কথার এক কথা বেয়াই সাব হয়েছে। এই শেষ রাজাকার নাম জানা নাই যার শ্রমিকের পয়সায় পড়ালেখা করেছে বিদেশে গিয়েছে বউটাও নিয়েছে মাঝে মাঝে এদেশে বেড়াতেও এসেছে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।