নিজেদের স্টেডিয়াম আলিয়াঞ্জ অ্যারেনায় গোল করে দলকে জয়ের বন্দরে নিয়ে যান আরিয়ান রোবেন, মারিও ম্যানজুকিচ আর ডেভিড অ্যালাবা।
কোচিং ইতিহাসের প্রথম বুন্দেসলিগা ম্যাচে দুই তারকা খেলোয়াড় মারিও গোটসে ও থিয়াগো আলকানতারাকে চোটের কারণে খেলাতে পারেননি পেপ গার্দিওলা।
১২ মিটে ফ্র্যাংক বিরেরির বাড়িয়ে দেয়া চমৎকার পাস থেকে গোল করে দলকে এগিয়ে নেন আরিয়ান রোবেন।
চার মিনিট পরেই রোবেনের ফ্রি কিক থেকে রিবেরির শট গোলকিপার ফিরিয়ে দিলে পাল্টা শটে গোল করেন মানজুকিচ।
দান্তে ম্যাচের ৪০ মিনিটে নিজের জালে বল জড়িয়ে দিলে খেলায় কিছুটা ফিরে আসে বরুসিয়া মনশেনগ্লাডবাখ। বিরতির বেশ কয়েকবার সুযোগ তৈরি করেও আর গোল পায়নি তারা।
হ্যান্ডবল থেকে দুই মিনিটের ব্যবধানে দুটি পেনাল্টি পায় বায়ার্ন। টমাস মুলারের প্রথম শটটি ঠেকিয়ে দেয় বরুসিয়া গোলরক্ষক। তবে ডেভিড আলবা দ্বিতীয় পেনাল্টি থেকে গোল করে দলের জয় নিশ্চিত করেন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।