একজন খেটে খাওয়া-শ্রমজীবী মানুষ। নিজের অধিকারের কথা বলতে চাই ও অন্যের শুনতে চাই। তাই বলে দেশ, দেশের মাটি, আলো-বাতাশ ও মানুষকে বাদ দিয়ে নয়।
দৌলতপুরে ভারতীয় বিষাক্ত মদপানে বিশ্ববিদ্যালয় পড়–য়া দুই ছাত্রের মৃত্যু হয়েছে।এরা হলেন খুলনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অনার্স শেষ বর্ষের ছাত্র ও কিশোরগঞ্জ জেলার গাইটন গ্রামের আব্দুল্লাহ ভূঁইয়ার ছেলে আহসান উল্লাহ মেহেদী (২৪) এবং খুলনার দৌলতপুরের ফুলবাড়িয়ার কলিম উদ্দিনের ছেলে মোহন (২৫)।
দৌলতপুর থানা পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানাগেছে, নিহত দু’বন্ধু গত সোমবার দৌলতপুর উপজেলার প্রাগপুর ইউপি’র মাদাপুর গ্রামে তাদের বন্ধু আতিকের বিয়ের অনুষ্ঠানে আসে। বিয়ের অনুষ্ঠান শেষ করে ওইদিন রাতে তারা পার্শ্ববর্তী চরে মাদকের আস্তানায় গিয়ে ভারতীয় বিষাক্ত মদ পান করে বাস যোগে বাড়ি ফেরার পথে ভেড়ামারায় অসুস্থ হয়ে পড়ে। বাস থেকে নেমে তারা ভেড়ামারার হোটেল পূর্বাশায় অবস্থান নিলে ওই রাতেই মোহন মারা যায় এবং গুরুতর অসুস্থ অবস্থায় মেহেদীকে কুষ্টিয়া হাসপাতালে নেয়ার পর গতকাল সকালে সেও মারা যায়।
ময়না তদন্ত শেষে নিহতদের লাশ নিজ নিজ বাড়িতে প্রেরণ করা হয়েছে বলে পুলিশ জানিয়েছ ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।