তিন মূহূর্ত নীরবতার পর ঈশ্বরের প্রথম উচ্চারণ," ঈশ্বর মরে না কখনো"।
হ্যা, এটা কাল রাতের ঘটনা-এর ঠিক তিন ঘন্টা পর আমাদের শহরের সমস্ত সড়কজুড়ে নেমে আসে সদ্য মুক্তিপ্রাপ্ত হাজারো মৃত শাদা মানুষের ঢল, ইশ্বরের মুক্তি চেয়ে চেয়ে একদিন এদের সকলেরই মৃত্যু হয়েছিলো,
এ ঈশ্বরেরই হাতে; কালরাতে এরা সবাই আবারো পথে নেমেছিলো, এরা ঈশ্বরের মুক্তি চায়, এদের প্রত্যকের বুকে-পিঠে খোদাই করা- 'আমরা ইশ্বরের মুক্তি চাই', 'আমরা ইশ্বরের মৃত্যু চাই'। জীবন আর মৃত্যুর মাঝামাঝি কাল রাতে ওরা যেন ঠিক মৃত নয়, মানুষ নয়, যেন ওরা
ঈশ্বরের জীবন্ত পোষ্টার। সদ্যমুক্তিপ্রাপ্ত মৃত শাদা মানুষগুলো কালরাতে জেনে গিয়েছিলো-মূলত মৃত্যই সুমহান মুক্তি আর প্রতিটি মুক্ত মানুষ
এক একজন সাদা ইশ্বর।
অথচ এর ঠিক তিন ঘন্টা আগে কাল রাতে শোবার ঘরে তিনমুহূর্ত নীরবতায় ইশ্বরের মৃত্যু হয়েছিলো।
শুনেছি ইশ্বর খুব মুক্তি ভালবাসতেন।
আসুন, আমরা ইশ্বরের মুক্তি প্রার্থনা করি, আমরা ইশ্বরের মৃত্যু চাই।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।