ক্ষমতাসীন কতো দলের কতো শুনলাম ভাষণ,
বিটিভি পেলোনা তবু হায় স্বায়ত্তশাসন!
ক্ষমতাতে যে দল আসে,
টিভি তারই বারো মাসে -
জন্ম হতেই দেখছি দেশের শ্বাশত এই নাচন,
বিটিভিতে গাড়তে অভ্যেস পাকাপোক্ত আসন।
বিটিভির মতোনই কাঁদে হায় বাংলাদেশ বেতার!
কি করে ঘোচাবে দুঃখ বুঝতে না পায় সে তার।
বাংলাদেশের রাজনীতিতে
দলাদলিই যদি জিতে,
গলাগলির বাজবে কখন পিয়ানো আর সেতার?
ঝগড়া-ঝাটির মন দেখিয়ে কি দরকার এই জেতার?
আওয়ামিলীগ ধরবে কখন শহীদ জিয়ার নাম-ধাম?
বিএনপিও বুঝবে কখন শেখ মুজিবের দাম-টাম?
বেতার - টিভির অনুষ্ঠানে
উভয় নেতার মিলনগানে
হাসবে কখন বাংলাদেশের নগর, বন্দর আর গ্রাম?
দুই রমণীর চুলোচুলি - থামরে এবার থাম থাম?
স্বপ্নে দেখা বেতার-টিভির হে স্বায়ত্তশাসন,
টপকে এসো বাস্তবতার সকল শোষণ-ত্রাসন;
সোনার তরীর স্বর্ণালীধান' -
তোমার মুখে শুনব এ গান,
গানে গানে ধান আর নদীর চলবে প্রাণের নাচন,
নইলে মিছেই বাংলাদেশের জনগণের শাসন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।